• মেদিনীপুরে গণ্ডগোল করলে গুলির আওয়াজ হবে, হুঁশিয়ারি দিলীপের
    বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ‘এবারের ভোট হবে পরিবর্তনের। সেন্ট্রাল ফোর্স আসবে। গণ্ডগোল করলে গুলির আওয়াজ হবে। লাঠি পেটা খেতে হবে’। শুক্রবার মেদিনীপুর বিধানসভার পিড়াকাটায় আয়োজিত পরিবর্তন সংকল্প সভা থেকে এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। যা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। তৃণমূলের অভিযোগ, ভোট আসতেই বিজেপি নেতারা উস্কানি দিতে শুরু করেছে। এই বক্তব্য একজন তৃণমূল নেতা দিলে সমালোচনার ঝড় উঠত।প্রসঙ্গত, রাজ্য সভাপতি থাকাকালীন দিলীপবাবুর নানা মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে। তাঁর আলটপকা মন্তব্যে দলকে বিড়ম্বনায় পড়তে হয়। শুরু হয় তাঁর ডানা ছাঁটা। দলের ক্ষমতাসীন গোষ্ঠীর কোপে তিনি দলের অনুষ্ঠানে ডাক পর্যন্ত পাচ্ছিলেন না। সম্প্রতি অমিত শাহর সফরের পর ফের তিনি সামনের সারিতে আসতে থাকেন।  ফের তাঁর ওই মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছে।এদিন দিলীপবাবু আরও বলেন, তৃণমূল নেতারা জিতেছেন ভুয়ো ভোটারদের সামনে রেখে। তাই বিজেপি জিতবে কী করে? মানুষ আমাদের জানাচ্ছিল, আপনাদের ভোট দেওয়ার পরেও জিততে পারেন না। কিন্তু, এটা জানা দরকার তৃণমূল ৫০লক্ষ ভুয়ো ভোট পেয়ে জিতে যাচ্ছিল। এবার সেই ভোট বাদ যাবে। নির্বাচন কমিশন একটা ফোঁটা জল মেশাতে দেবে না। এরপর যারা দুর্নীতি করেছে, তাদের শাস্তি হবে।পাল্টা মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সভাপতি মহম্মদ রফিক বলেন, গুলি-বোমার রাজনীতি বিজেপির সংস্কৃতি। মানুষ উন্নয়ন দেখে ভোট দেবে। আজ জেলার প্রতিটা পরিবার একাধিক প্রকল্পের সুবিধা পাচ্ছে। স্থানীয় বিজেপি নেতাদের কথায়, পরিবর্তন সংকল্প সভা হচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে। প্রথম সারির নেতারা সেই সভায় আসছেন ঠিকই। কিন্তু, সেই সভার জন্য লোক জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। বেশকিছু সভায় নামমাত্র মানুষের সমাগম হয়েছে। আসলে নিচুতলায় সংগঠন এখনও মজবুত হয়নি। যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
  • Link to this news (বর্তমান)