• ভোটকেন্দ্রে সুরক্ষা: শমীকের মামলায় এখনই নির্দেশ দিতে রাজি নয় কলকাতা হাইকোর্ট
    বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের ভোটকেন্দ্রগুলির নিরাপত্তা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের দায়ের করা মামলায় এখনই কোনো নির্দেশ দিতে নারাজ কমিশন। প্রথমে এই ব্যাপারে কমিশনের বক্তব্য শুনতে চায় আদালত। মূলত বুথগুলিতে পরিকাঠামোর উন্নয়ন নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য প্রথমে জানতে চেয়েছে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ। তার আগে কোনো নির্দেশ দেওয়া যাবে না বলেও জানিয়েছে বেঞ্চ।হাইকোর্টের আরও পর্যবেক্ষণ, ভোটকেন্দ্রের পরিকাঠামো কোথায় কেমন রয়েছে, তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনেরই। দেখেশুনে প্রয়োজন অনুযায়ী তারা রাজ্যকে নির্দেশ দিতে পারে। পশ্চিমবঙ্গের বুথগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য কমিশন কী পদক্ষেপ করেছে, তা লিখিতভাবে আদালতে জানাতে হবে। কমিশনের রিপোর্ট পেলে একসপ্তাহ পর ফের এই  মামলার শুনানি।যে কোনো ভোটকেন্দ্রে ন্যূনতম পরিষেবা নিয়ে কমিশনের নির্দেশিকা রয়েছে। একটি বুথে বিদ্যুৎ, পানীয় জল, র‌্যাম্প, শৌচালয়ের মতো সুবিধা থাকা দরকার। কিন্তু পশ্চিমবঙ্গের অনেক বুথেই এই পরিষেবা পাওয়া যায় না বলে অভিযোগ ছিল মামলায়। এর আগে রাজ্য সরকারের সংস্থা ম্যাকিনটস বার্নকে বুথগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য কাজের দায়িত্ব দিয়েছিল কমিশন। কিন্তু ওই সংস্থা মাঝপথে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছে। মামলাকারীর আইনজীবীর দাবি, সংস্থাটি মাত্র ৪০ শতাংশ কাজ করেছে। ফলে এখনো বহু বুথের বেহাল দশা। বিধানসভা নির্বাচন আসন্ন। এই পরিস্থিতিতে বুথের পরিকাঠামো উন্নয়নের বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন শমীক ভট্টাচার্য।
  • Link to this news (বর্তমান)