• তনয় শাস্ত্রীদের জেল হেপাজত
    বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, বনগাঁ: মিমি চক্রবর্তীকে হেনস্তা কাণ্ডে ধৃত তনয় শাস্ত্রী সহ তিনজনকে ৪ দিনের জন্য জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। শুক্রবার বনগাঁ আদালতের এসিজেএম কোর্টের বিচারক মহম্মদ তারিক ফিরদৌস এই নির্দেশ দেন। ৩ ফেব্রুয়ারি ধৃতদের আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অভিযুক্তের বাড়ি গিয়েছিল বনগাঁ থানার পুলিশ। সেখানে তদন্তের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। তারপর অভিযুক্ত তনয় দাস ওরফে শাস্ত্রী, তাঁর ছেলে সৌবন দাস ও প্রতিবেশী বাপ্পা প্রামাণিককে গ্রেপ্তার করা হয়। আদালতে যাওয়ার পথে তনয়বাবু দাবি করেন, তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। কে বা কারা হুমকি দিচ্ছে সে বিষয়ে অবশ্য কিছু বলেননি। শুধু বলেছেন, ‘এর শেষ দেখে ছাড়ব।’
  • Link to this news (বর্তমান)