• রাজ্য পুলিশের ডিজি পীযূষ, কলকাতার সিপি সুপ্রতিম
    বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সমস্ত জল্পনায় ইতি টেনে রাজ্যের পরবর্তী ডিজি (ভারপ্রাপ্ত) হলেন ১৯৯৩ ব্যাচের আইপিএস অফিসার পীযূষ পান্ডে। রাজীব কুমারের কর্মজীবনের মেয়াদ শেষ হচ্ছে ৩১ জানুয়ারি। তার আগের দিনই রাজ্যের পরবর্তী ডিজির নাম ঘোষণা করে দিল নবান্ন। শুক্রবার এছাড়াও ২৪জন আইপিএস অফিসারের বদলির অর্ডার হয়েছে। বদলি করা হয়েছে কলকাতা সহ পাঁচ পুলিশ কমিশনারকে। মনোজ ভার্মার জায়গায় কলকাতার নয়া পুলিশ কমিশনার হলেন সুপ্রতিম সরকার। বারাকপুরের পুলিশ কমিশনার করা হয়েছে প্রবীণ কুমার ত্রিপাঠীকে। মুরলীধর শর্মা হলেন বিধাননগরের নয়া পুলিশ কমিশনার। হাওড়ার পুলিশ কমিশনারের দায়িত্বে নিয়ে আসা হয়েছে আকাশ মাঘারিয়াকে। কোটেশ্বর রাও হলেন চন্দননগরের পুলিশ কমিশনার।রাজীব কুমারের অবসর এগিয়ে আসায় বেশ কয়েক মাস ধরেই পরবর্তী ডিজি কে হবেন, তা নিয়ে জোর জল্পনা চলছিল নবান্নের পাওয়ার করিডরে। পীযূষ পান্ডে ছাড়াও অনুজ শর্মার নাম শোনা যাচ্ছিল। তবে শেষমেষ গত দেড় বছর ধরে ডাইরেক্টর সিকিউরিটি পদে থাকা পীযূষকেই ডিজি পদের জন্য বেছে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুজ শর্মাকে দমকলের ডিজি করে নিয়ে আসা হয়েছে। আর জি কর-কাণ্ডের সময় কলকাতা পুলিশের কমিশনার পদে আনা হয়েছিল মনোজ ভার্মাকে। এবার তাঁকে ডাইরেক্টর সিকিউরিটির দায়িত্ব দিল নবান্ন। কলকাতার নতুন নগরপাল সুপ্রতিম সরকার এতদিন এডিজি (দক্ষিণবঙ্গ)-এর দায়িত্ব সমলাচ্ছিলেন। এছাড়াও কলকাতা পুলিশে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর।রাজ্য পুলিশের একাধিক পদে রদবদল হয়েছে এদিন। বিনীত কুমার গোয়েলকে এডিজি (আইনশৃঙ্খলার) দায়িত্বে নিয়ে আসা হয়েছে। এতদিন এই দায়িত্বে ছিলেন জাভেদ শামিম। তাঁকে এডিজি এসটিএফ-এর দায়িত্ব দেওয়া হয়েছে। সিদ্ধিনাথ গুপ্তকে কারাদপ্তরের ডিজি করেছে নবান্ন।অন্যদিকে, এদিন সেচ ও ক্ষুদ্র সেচ সচিবের পদ থেকে সরিয়ে বনদপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে আইএএস মণীশ জৈনকে। সেচ দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল কৃষ্ণা গুপ্তকে। সঞ্জয় বনসলকে ক্ষুদ্র সেচের এবং বিনোদ কুমারকে গণশিক্ষা ও গ্রন্থাগার দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আইপিএস অফিসার রাজেশ কুমার এই দপ্তরের প্রধান সচিব ছিলেন। ৩১ জানুয়ারি তিনি অবসর গ্রহন করছেন।
  • Link to this news (বর্তমান)