ভবানীপুরে ইচ্ছাকৃতভাবে ভোটদাতাদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে? নজর রাখার নির্দেশ মমতার
বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভবানীপুর বিধানসভার অন্তর্গত প্রতিটি ওয়ার্ডের, প্রতিটি পার্টের ভোটার তালিকায় তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী তথা ওই বিধানসভা কেন্দ্রের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও কোথাও ইচ্ছাকৃতভাবে ভোটারদের নাম বাদের চেষ্টা বা ষড়যন্ত্র হচ্ছে কি না, সে বিষয়ে দলীয় সহকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। পাশাপাশি দলীয় কাউন্সিলরদের প্রতি নেত্রীর স্পষ্ট বার্তা, ওয়ার্ডের প্রান্তিক মানুষদের পাশে সর্বোতভাবে থাকতে হবে।আগামী সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে যাবেন মমতা। ঠিক তার দু’দিন আগে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তৃণমূলের বুথ লেভেল এজেন্ট-২’দের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী। শুক্রবার কালীঘাটে মমতার বাড়িতে অনুষ্ঠিত এই বৈঠকে ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মেয়র ফিরহাদ হাকিম, দক্ষিণ কলকাতা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমার, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বুথ লেভেল এজেন্ট-২ এবং ভবানীপুরের কাউন্সিলররা। বৈঠকে বিএলএ-২’দের কাজের প্রশংসা করেন মমতা। সেই সঙ্গে নির্দেশ দেন, ভোটার তালিকায় আরও স্ক্রুটিনি করতে হবে এবং বাড়ি বাড়ি যেতে হবে। শুনানিতে যেসমস্ত ভোটারদের ডাকা হচ্ছে, তাঁদের সম্পর্কে তথ্য রাখতে হবে এবং প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে।দলীয় সূত্রে খবর, ওয়ার্ড ভিত্তিক লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং বাদ পড়া ভোটারদের নামের তালিকা চেয়েছেন মমতা। বৈঠকে উল্লেখ করেছেন, সংখ্যালঘু অধ্যুষিত ৭৭ নম্বর সহ কয়েকটি ওয়ার্ডে ইচ্ছাকৃতভাবে ভোটারদের নাম বাদের চেষ্টা চলছে। এর পিছনে কোনও ষড়যন্ত্র থাকতে পারে। তাই সবদিকে নজর রাখতে হবে। সাংগঠনিক বিষয় ভালোভাবে দেখার জন্য ৭৪, ৭৭ ও ৮২ নম্বর ওয়ার্ডকে খুব ভালোভাবে দেখার নির্দেশ ফিরহাদ হাকিমকে দিয়েছেন মমতা। আর সুব্রত বক্সিকে মমতার পরামর্শ, ৬৩ ও ৭২ নম্বর ওয়ার্ড ভালোভাবে মনিটরিং করার। বৈঠকে উপস্থিত থাকা কয়েকজন নেতার ব্যাখ্যায়, নেত্রীর মূল নির্দেশ হল কারও নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে কিনা, সেদিকে খুঁটিয়ে নজর রাখার।এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের তরফে এখন চলছে ভোটারদের শুনানি পর্ব। লজিক্যাল ডিসক্রিপেন্সি বা অসংগতির কারণে ভোটারদের শুনানিতে ডাকছে কমিশন। তৃণমূল আগেই দলীয় অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হলে, লড়াই তীব্র থেকে তীব্রতর হবে। ঘটনাচক্রে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষের হয়রানির ছবি সামনে আসছে। যেখানে হয়রানিতে বাদ যাচ্ছেন না ৮০ ঊর্ধ্ব ব্যক্তিরাও। এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষের সমস্যাগুলি দেশের রাজধানীর বুকে সোমবার তুলে ধরতে যাচ্ছেন বাংলার অগ্নিকন্যা। যাঁদের কমিশন ভোটার তালিকায় ‘মৃত’ বলেছে, অথচ বাস্তবে ‘জীবিত’, তাঁদের মধ্যেও কয়েকজন ওই দিন থাকবেন দিল্লিতে। ফাইল চিত্র