নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে খুনের চেষ্টার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চারু মার্কেটের পিএ শাহ রোড এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহেশতলার বেলেডাঙ্গা মুসলিম পাড়ার বাসিন্দা জাহাঙ্গির কাজি তার স্ত্রী রিমা খাতুনের উপর পেট্রল ঢেলে খুনের চেষ্টা করে। অফিস থেকে বাড়ি ফেরার পথে রিমা খাতুন রাস্তায় দাঁড়িয়ে থাকাকালীন এই ঘটনা ঘটে। আহত রিমা খাতুনকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপরেই গৃহবধূ চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ স্বামী জাহাঙ্গির কাজিকে গ্রেপ্তার করেছে।