• নামী-দামি চোরাই বাইকে চড়ে রিল বানিয়ে সুন্দরীদের ফাঁসানোই পেশা!
    বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিভিন্ন মডেলের চোরাই বাইক নিয়ে রিল বানিয়ে পোস্ট করত সোশ্যাল মিডিয়ায়। নিজে বড়ো চাকরিজীবী বলেও দাবি করত সে। উঁচু লাইফস্টাইল জাহির করে সোশ্যাল মিডিয়া মারফত সুন্দরী তরুণীদের প্রেমের ফাঁদে ফেলত। তারপর যেত ডেটিংয়ে এবং তৈরি করত শারীরিক সম্পর্ক। এইমতো পাটুলি এলাকায় রিল করতে গিয়ে হাটে হাঁড়ি ভেঙে যায় ‘কীর্তিমানের’। নাম তার সামির আহমেদ। সে এখনও বেপত্তা। তবে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি চোরাই বাইক ও আইফোন।পুলিশ সূত্রের খবর, ১৭ জানুয়ারির ঘটনা। পাটুলিতে পিসির বাড়ি আসেন ত্রিপুরার এক যুবক। তাঁর পিসতুতো দাদাকে বাইকে নিয়ে স্থানীয় একটি ঝিলের ধারে যান। সেখানে তাঁরা রিল বানাচ্ছিলেন। এমন সময় বাইকে সেখানেই হাজির হয় সামিরও। আরো ভালোভাবে রিল বানাবার টোপ দিয়ে সামির তাঁদের নিয়ে যায় নিউ গড়িয়ায়। এরপর সামির  তার বাইকটি মেট্রো স্টেশনের কাছে রেখে দেয়। একসঙ্গে রিল বানাবার অছিলায় ত্রিপুরার যুবকের বাইক ও আইফোনটি নিয়ে নেয় সে। ওই বাইকে চড়েই ভিডিয়ো করছিল সামির। হঠাৎই বাইকের গতি বাড়িয়ে দ্রুত পালিয়ে যায় সে। এই ব্যাপারে ত্রিপুরার যুবকটি পাটুলি থানায় অভিযোগ জানান এবং তার ভিত্তিতে চুরির কেস রুজু করে পুলিশ।সামিরের ফেলে যাওয়া বাইকের নম্বর প্লেট ঘেঁটে আবিষ্কার হয় যে, সেটি বেনিয়াপুকুর এলাকার এক ব্যক্তির। স্থানীয় পার্কিংলট থেকে ১৫ জানুয়ারি সেটি চুরি হয়। এখান থেকেই তদন্ত মোড় নেয় অন্যদিকে। সামিরই সেটি চুরি করেছিল বলে অভিযোগ পেয়েছে পুলিশ। খোওয়া যাওয়া মোবাইল সূত্রে প্রকাশ, সেটির অবস্থান উত্তর ২৪ পরগনার বিড়া এলাকায়। সামির সেখানকার বাসিন্দা। পাটুলি থানার ওসি তীর্থঙ্কর দে’র নির্দেশমতো আইও মিন্টু করণ ২৯ জানুয়ারি সামিরের বাড়ি হানা দিয়ে ওই বাইক ও মোবাইল উদ্ধার করে। অভিযুক্তের মাকে জেরা করেই পুলিশ জেনেছে, ‘গুণধরের’ নাম সামির আহমেদ। বাইক ও মোবাইল দুদিন আগেই বাড়িতে রেখে সে চম্পট দিয়েছে। সামিরের মা তদন্তকারীদের কাছে স্বীকার করেছেন যে, তাঁর ছেলে পাকা বাইক চোর। পুলিশি তদন্তে প্রকাশ, বিভিন্ন জায়গা থেকে বাইক চুরি করে বেড়ানোই সামিরের পেশা। চোরাই বাইকে চড়ে রঙিন রিল দেখিয়ে সুন্দরী তরুণীদের ফাঁসানোও তার ‘ব্যবসা’। শামিরের খোঁজে বিভিন্ন থানার পুলিশ আগেও তার বাড়িতে গিয়েছে।
  • Link to this news (বর্তমান)