• ঝুপড়িতে আগুন, পুড়ে মৃত্যু যুবকের
    বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঝুপড়িতে পুড়ে মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শুভঙ্কর সাউ। বৃহস্পতিবার চিৎপুর থানা এলাকায় এই ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টা নাগাদ দরজা ভেঙে শুভঙ্করকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। সঙ্কটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। শুভঙ্কর গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। তাঁর দেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুভঙ্কর ওই ঝুপড়িতে একাই থাকতেন। তিনি বিয়ে করেননি। পরিবারের সদস্যরা অন্যত্র থাকেন। তাঁর সঙ্গে কেউ যোগাযোগ রাখতেন না। অনেক দিন ধরেই মানসিক অসুখে ভুগছিলেন তিনি। পাভলভ মেন্টাল হাসপাতালে ভর্তিও করান স্থানীয়রাই। সেখানে চিকিৎসার পর কয়েকদিন আগে তাঁকে ছাড়া হয়। ফিরে এসে ঝুপড়ির ঘরেই থাকছিলেন। বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ পাশের ঝুপড়ির বাসিন্দারা দেখেন, শুভঙ্করের ঝুপড়ি জ্বলছে। আগুন ছড়িয়েছে আশেপাশের আরও দু-একটি ঝুপড়িতে। উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয়রা। তাঁরাই চিৎপুর থানা ও দমকলে খবর দেন। কিছুক্ষণের মধ্যে পুলিশ সেখানে পৌঁছয়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। বন্ধ ঘর থেকে শুভঙ্করকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।পুলিশ তদন্তে নেমে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। পারিপার্শ্বিক  তথ্যপ্রমাণের ভিত্তিতে পুলিশ প্রাথমিক ধারণা, ওই যুবক প্রথমে গায়ে আগুন দেন। ওই অবস্থায় ঘরে ছোটাছুটি করছিলেন তিনি। তাই ঝুপড়িতে আগুন লেগে যায়। তাঁর ঘর থেকেই আশপাশের ঝুপড়িতে আগুন ধরে গিয়েছিল। ময়নাতদন্তের পর বিষয়টি সম্পর্কে আরও নিশ্চিতভাবে বলা যাবে বলে জানাচ্ছে পুলিশ।
  • Link to this news (বর্তমান)