নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের তিন দিকে তিন ইস্যু নিয়ে পথে নামল বামেরা। সরকারি স্কুলগুলির পরিকাঠামোগত উন্নয়ন, শিক্ষক নিয়োগ সহ একাধিক দাবি নিয়ে বিকাশ ভবন অভিযান করল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। বিকাশ ভবনে প্রবেশ করতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এসএফআই কর্মী-সমর্থকরা। সেখানেই দীর্ঘক্ষণ অবস্থানে বসেন কর্মী-সমর্থকরা। পরে স্বারকলিপি জমা দেন তাঁরা। অন্যদিকে, এসআইআরের শুনানিতে হয়রানির প্রতিবাদে রাজ্য নির্বাচন কমিশন অভিযান করে সিপিআই (এমএল) লিবারেশন। নির্বাচনী আধিকারিককে স্বারকলিপিও তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, রাজ্য সম্পাদক অভিজিত্ মজুমদার, পলিটব্যুরো সদস্য কার্তিক পাল, বাসুদেব বসু প্রমুখ। সভা থেকে দীপঙ্করবাবু বলেন, ‘বিহারের অধিকাংশ পরিযায়ী শ্রমিক, দলিত, আদিবাসী, সংখ্যালঘু মানুষের নাম বাদ গিয়েছে। নতুন তালিকা মোটেই শুদ্ধ নয়। এসআইআরের মধ্য দিয়ে কোথাও শুদ্ধ তালিকা তৈরি হচ্ছে না। অনেক মানুষের নাম বাদ যাচ্ছে।’ এদিকে, সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই মেট্রোতে যাত্রী হয়রানি, স্থায়ী নিয়োগ ও নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে কলকাতার মেট্রো ভবনে মিছিল করে। আধিকারিকদের স্বারকলিপিও তুলে দেওয়া হয়। - নিজস্ব চিত্র