• আলমবাজারে চুরি, ধৃত গাড়িচালক
    বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: আলমবাজারে অভিনব চুরি। মহিলা পার্লারে ঢুকে যাওয়ার পর তাঁর জন্য বাইরে অপেক্ষা না করে গাড়ির চালক সটান চলে এসেছিল বাড়িতে। ফাঁকা বাড়ি পেয়ে টাকা ও ডেবিট কার্ড হাতিয়ে কিছুক্ষণের মধ্যেই আবার সে ফিরে গিয়েছিল ওই পার্লারের সামনে। এদিকে, মালকিন শ্বেতা বর্ধন ওই গাড়ি করেই বাড়ি ফিরে দেখেন, তাঁর ঘর দু’হাজার টাকা ও ব্যাংকের ডেবিট কার্ড উধাও। তিনি দক্ষিণেশ্বর থানায় অভিযোগ জানালে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গাড়ি চালককে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের নাম দীপু কড়ি।গত ২৮ জানুয়ারির ঘটনা। আলমবাজারের ২৬/২ মাতৃ মন্দির লেনে থাকেন শ্বেতা বর্ধন। সেদিন পার্লারে গিয়ে রূপচর্চা করতে তাঁর বেশ কিছুক্ষণ সময় লাগে। সেদিন তিনি আলমবাজারের এসপি ব্যানার্জি রোডের এক গাড়িচালককে দৈনিক মজুরিতে নিয়েছিলেন। ওই চালকই তাঁকে পার্লারে নিয়ে গিয়েছিলেন। তিনি পুলিশকে জানিয়েছেন, দীপুকে তিনি বাইরে অপেক্ষা করতে বলেছিলেন। রূপচর্চার শেষে তিনি ওই গাড়িতেই বাড়ি ফেরেন। কিন্তু এসে দেখেন, টাকা ও ডেবিট কার্ড উধাও। পরে তিনি সিসি ক্যামেরার ফুটেজ থেকেই সবটা পরিষ্কার হয়ে যায়। মাঝের সময়টাকেই চুরির জন্য বেছে নিয়েছিল ওই চালক। শ্বেতাদেবী বলেন, গাড়িতেই ব্যাগ রাখা ছিল। তাতেই ছিল বাড়ির চাবি। ওই চাবি দিয়েই ঘরে ঢুকে চুরি করে আবার ফিরে এসেছিল পার্লারের সামনে। শ্বেতাদেবী দক্ষিণেশ্বর থানায় বৃহস্পতিবার অভিযোগ দায়ের করেছিলেন।
  • Link to this news (বর্তমান)