ভোটমুখী বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ দিন কর্মী সম্মেলনে যোগ দিতে চলেছেন তিনি। প্রথম কর্মী সম্মেলন হবে ব্যারাকপুরে। সেখানে উপস্থিত থাকার কথা বঁনগা, বসিরহাট, ব্যারাকপুর এবং বারাসতের বিজেপি কর্মীদের। এর পরে তিনি যাবেন শিলিগুড়ি। এয়ারফোর্স মাঠে একটি দলীয় কর্মী সম্মেলনে যোগ দেওয়ার কথা তাঁর।
ক্রমশ বাড়ছে শহর কলকাতার তাপমাত্রা। শনিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল অর্থাৎ শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৫২ শতাংশ।
শনিবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করতে চলেছেন সুনেত্রা পাওয়ার। স্বামী অজিত পাওয়ারের মৃত্যুর পরে তাঁর পদে সুনেত্রাকেই বেছে নেওয়া হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ শুক্রবার জানান, এই সিদ্ধান্তের পাশে রয়েছেন তিনি।