• অমিত শাহের বঙ্গ সফর থেকে সুনেত্রার শপথ, সঙ্গে ভারতের ম্যাচ— শনিবার নজর রাখুন এই খবরগুলিতে
    এই সময় | ৩১ জানুয়ারি ২০২৬
  • আজ রাজ্য সফরে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকাল ১১:১০ মিনিটে ব্যারাকপুরের আনন্দপুরী খেলার মাঠে কর্মী সম্মেলনে যোগ দেবেন তিনি। এরপর দুপুরে বাগডোগরা পৌঁছে বিকেল ৩:২০ মিনিটে বিমানবন্দর কর্তৃপক্ষের মাঠে একটি সাংগঠনিক বৈঠক করবেন। বিকেল সাড়ে ৪টে নাগাদ বাগডোগরা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    আজ বিকেল ৫টায় মুম্বইয়ের রাজভবনে মহারাষ্ট্রের নতুন উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন NCP নেত্রী সুনেত্রা পাওয়ার। অজিত পাওয়ারের মৃত্যুর পরে পাওয়ার পরিবারের এই ক্ষমতা গ্রহণ এবং আসন্ন পুনে জেলা পরিষদ নির্বাচনের আগে এই পদক্ষেপ রাজ্যের তো বটেই, জাতীয় রাজনীতির প্রেক্ষিতেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আবগারি ও ক্রীড়া দপ্তরের দায়িত্বও সামলাবেন তিনি।

    মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে হিংসার ঘটনায় আজ থেকে তদন্ত শুরু করতে পারে NIA। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে আজই বিশেষ দল স্থানীয় থানায় গিয়ে ‘কেস ডায়েরি’ ও অন্যান্য নথি সংগ্রহ করতে পারে। এই বিষয়কে কেন্দ্র করে এলাকায় কি নতুন করে উত্তেজনা ছড়াবে? নজর থাকবে সেদিকে।

    আজ সন্ধ্যা ৭টায় তিরুবনন্তপুরমে সিরিজ়ের পঞ্চম তথা শেষ টি২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউ জ়িল্যান্ড। ৩-১ ব্যবধানে সিরিজ় আগেই পকেটে পুরেছে ভারত। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা বিশ্বকাপের আগে জয়ের ধারা বজায় রাখাই আজ টিম ইন্ডিয়ার মূল লক্ষ্য। অন্যদিকে, আগের ম্যাচে জিতে কিউয়িরাও আত্মবিশ্বাসী।

    শুক্রবার সন্ধ্যায় ভেনেজ়ুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর ফোনালাপের পরে আজ আমেরিকার প্রতিক্রিয়ার দিকে নজর থাকবে কূটনৈতিক মহলের। নিকোলাস মাদুরোর অপহরণ এবং ভারতের তেল আমদানির বিষয়ে পরবর্তী পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ হতে চলেছে।

  • Link to this news (এই সময়)