বোমা বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত তৃণমূল নেতার গাড়ি এবং বাড়ির একাংশ
বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, কাকদ্বীপ: গতকাল অর্থাৎ শুক্রবার গভীর রাতে বিকট শব্দে বিস্ফোরণ। ক্ষতিগ্রস্ত হল একটি চারচাকা গাড়ি-সহ বাড়ির একাংশ। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, কুলপির গাজীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, এদিন গাজীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি তথা ছামনাবুনির বুথ সভাপতি কুতুবউদ্দিন পাইকের গাড়ি রাখার গ্যারেজে এই ঘটনাটি ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। অন্যদিকে, বিস্ফোরণের ঘটনায় কুতুবউদ্দিন বলেন, অতীতেও তাঁর বাড়িতে বোমা মারার ঘটনা ঘটেছিল। কিন্তু সেই সময় তিনি অবশ্য থানায় কোনও অভিযোগ দায়ের করেননি। তারপর ফের একই রকমের ঘটনা ঘটল! তাঁর অভিযোগ, মূলত রাজনীতি করার কারণেই তাঁকে লক্ষ্য করে এইরকম ঘটনা ঘটানো হচ্ছে।