মাঘ মাসেই শহর থেকে শীত উধাও! আগামী কয়েকদিনে সামান্য বাড়বে তাপমাত্রা
বর্তমান | ৩১ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কথায় আছে মাঘের শীত বাঘে খায়। কিন্তু এবারে উলটপুরাণ। মাঘ মাস শেষের আগেই শহর কলকাতা থেকে উধাও হল শীত! শুধুমাত্র সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত একটু ঠাণ্ডার আমেজের দেখা মিলছে। দিনের বেলায় রোদের চোখরাঙানিতে নাজেহাল মানুষজন। পাশাপাশি গরম এগিয়ে আসার আতঙ্ক তো রয়েছেই। আলিপুর আবহাত্তয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিনে আরও কিছুটা বাড়তে চলেছে তাপমাত্রার পারদ। উত্তর ভারতে একাধিক পশ্চিমী ঝঞ্ঝাকেই এর জন্য দায়ী করা হচ্ছে। এর ফলে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আজ, শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ১.২ ডিগ্রি বেশি। অন্যদিকে এদিন সকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ০.৩ ডিগ্রি কম। আজ সারাদিনই শহরের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ১৭ এবং ২৬ ডিগ্রির কাছাকাছি থাকবে। অপরদিকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমে ভোরের দিকে হালকা কুয়াশা থাকবে। ঘন কুয়াশার দেখা মিলতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতেও।