মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো দুই বাইক আরোহীর। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্দিরবাজার থানা এলাকার মাধবপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,দুর্ঘটনায় আটপাড়া এলাকার চন্দন বৈদ্য এবং দাদপুর এলাকার বাসিন্দা সাহারুল মোল্লার মৃত্যু হয়েছে। এ ছাড়াও গুরুতর আহত অবস্থায় রচনা হালদার এবং তামিম হোসেন পিয়াদা নামে দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার চন্দন এবং রচনা বিয়ের রেজিস্ট্রি করে বাইকে চড়ে ফিরছিলেন। সেই সময়েই মাধবপুর এলাকায় উল্টোদিক থেকে একটি বাইকে চড়ে আসছিলেন সাহারুল এবং তামিম। সেই সময়ে মাধবপুর এলাকায় বাইকদু’টির মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক থেকে ছিটকে পড়েন চারজনেই।
দুর্ঘটনার পরে স্থানীয়রাই আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। খবর দেওয়া হয় পুলিশেও। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চন্দন এবং সাহারুলকে মৃত বলে ঘোষণা করেন। রচনা এবং তামিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
পুলিশ জানিয়েছে সাহারুল এবং চন্দনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ডহারবার মর্গে পাঠানো হয়েছে। কী ভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের উপরে।