হলদিয়ার সুতাহাটা থানার ঘোষের মোড় এলাকায় রাজ্য সড়কে দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষ বাস ও বাইকের। পুলিশ জানায়, বালুঘাটা কুঁকড়াহাটি রোডে ওই দুর্ঘটনায় তিন জন বাইক আরোহীর মৃত্যু হয়েছে। তাঁদের নাম অরূপ মণ্ডল (৫২), প্রতিমা মণ্ডল (৪৫) এবং সুজিতা মণ্ডল (১৩)।
জখম হয়েছেন ওই বাসের দশ জন যাত্রী। তাঁদের মধ্যে পাঁচ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে তমলুকে। আহত অন্য পাঁচ জনকে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুঁকড়াহাটিমুখী বাসটি শনিবার সকাল পৌনে ১১টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বাসের স্টিয়ারিংয়ে যান্ত্রিক সমস্যা দেখা গিয়েছিল। ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারেন। বাইকে চালক-সহ তিন জন ছিলেন। তাঁদের মাথায় হেলমেট ছিল না বলেও জানা যাচ্ছে। বাসের ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়েন তাঁরা। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তাঁদের বাড়ি সুতাহাটা থানার কৃষ্ণনগর এলাকায়। এই দুর্ঘটনায় আহত হন ওই বাসে থাকা একাধিক যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করেন স্থানীয়রাই এবং আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। বাসটির গতি বেশি ছিল কি না, অন্য কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।