ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) শুনানি পর্বে মৃতের তালিকা দীর্ঘ হচ্ছে।
শুনানির নোটিস পেয়ে কেরল থেকে ফেরার পথে মৃত্যু হয়েছে নয়ন মণ্ডল (৩০) নাম বীরভূমের এক পরিযায়ী শ্রমিকের। তাঁর বাড়ি মাড়গ্রামে। কেরলে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতেন। সূত্রের খবর, যুক্তিগত অসঙ্গতির (লজিক্যাল ডিসক্রিপেন্সি) জন্য নয়নকে বৃহস্পতিবার শুনানিতে ডাকা হয়েছিল। বাড়ির লোক জানান, বৃহস্পতিবার দুপুরে বিশাখাপত্তনম স্টেশনের প্ল্যাটফর্মে নয়নকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে রেলপুলিশ। স্থানীয় হাসপাতালে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বাড়িতে মৃত্যুর খবর দেন। নয়নের ভাই ও প্রতিবেশী এক যুবক বিশাখাপত্তনমের উদ্দেশে রওনা হয়েছেন।
শুনানিতে গিয়ে বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়া বীরভূমেরই নলহাটি ২ ব্লকের রফিকুল ইসলাম (৭৬) শুক্রবার ভোরে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মারা যান। ডাক্তারেরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যু বলে মনে করা হচ্ছে। মৃতের ভাই শাহজামাল শেখবলেন, “শুনানির নোটিস পেয়ে চিন্তায় ছিলেন দাদা। তাই অসুস্থ হন এবং তাতেই তাঁর মৃত্যু হয়।” এ দিনই সিউড়ি ১ ব্লকের শুনানি কেন্দ্রে এসে গুরুতর অসুস্থ হন এক মহিলা পরিযায়ী শ্রমিক৷ উত্তর ২৪ পরগনার মহকুমাশাসকের (বসিরহাট) দফতরের শুনানি কেন্দ্রে অসুস্থ হন এক যুবক।
গত কয়েক দিন ধরে সমাজমাধ্যমে ঘুরছে পঁয়তাল্লিশ পাতার একটি নামের তালিকা। কিছু ভোটারের নামের পাশে লেখা: ‘ভারতীয় নাগরিক নয়’। কারও নামের পাশে লেখা: ‘মৃত’। উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ১ ব্লকের বয়ারমারি ২ পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি বুথের উল্লেখ আছে তালিকায়। তা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। সন্দেশখালি ১ বিডিও সায়ন্তন সেন অবশ্য বলেন, ‘‘এই তালিকা নিয়ে কোনও খবর নেই। কোনও তালিকা প্রকাশ হলেই হয় না। প্রশাসনের সিলমোহর থাকতে হয়। এটা কারা বানিয়েছে, জানা নেই।’’
মুর্শিদাবাদের জঙ্গিপুরের যুবক নয়ন শেখের এ দিন বিয়ের পোশাকে শুনানির লাইনে দাঁড়ান। বিষয়টি নজরে আসে স্থানীয় তৃণমূল বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামানের। মন্ত্রীরহস্তক্ষেপে দ্রুত শুনানি মেটে।শুনানি কেন্দ্র থেকেই বিয়ে করতেযান নয়ন।