আজ, শনিবার অবসর নিচ্ছেন। তার আগে, শুক্রবার ভিডিয়ো কনফারেন্সে রাজ্যের থানা এবং বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিকদের সঙ্গে তাঁর কথায় উঠে এল যুবভারতী-প্রসঙ্গ। সূত্রের খবর, গত ডিসেম্বরে লিয়োনেল মেসির সফর ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে পুলিশের উপস্থিতিতে যে বিশৃঙ্খলা হয়েছিল, তা থেকে শিক্ষা নেওয়ার বার্তা দেন বিদায়ী ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার। জানান, ওই ঘটনায় পুলিশের কিছু ত্রুটি ছিল এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি থেকে শিক্ষা নিতে হবে। পুনরাবৃত্তি এড়াতে আরও সতর্ক এবং পরিকল্পিত ভাবে কাজ করতে হবে।
সূত্রের খবর, পুলিশ মহলে প্রযুক্তি ব্যবহারে সিদ্ধহস্ত বলে পরিচিত রাজীব এ দিন বলেছেন, প্রযুক্তি পুলিশকে সাহায্য করছে। কিন্তু ওই প্রযুক্তি অপরাধীরাও ব্যবহার করছে। তাই তাদের ধরা কঠিন হয়ে গিয়েছে। যে পুলিশকর্মীরা প্রযুক্তির সঙ্গে সড়গড় নন, তাঁদের তা শিখে নেওয়ার বার্তা দেন তিনি। পুলিশকর্মীদের আরও সজাগ থাকা, সমাজমাধ্যমে সর্বক্ষণের নজরদারি, নিয়ম-আইনের খুঁটিনাটি সম্পর্কে সতর্ক থাকা, ‘অন-ক্যামেরা’ প্রমাণ রেখে কাজের পরামর্শ দেন। ময়না তদন্তের রিপোর্ট যাতে দ্রুত পাওয়া যায় সে জন্য চালু হওয়া পোস্টমর্টেম পোর্টাল সফল করতে তৎপর হওয়া, আইনশৃঙ্খলাজনিত সমস্যা মোকাবিলায় যে পুলিশকর্মীরা যাবেন, তাঁদের সংযম বজায় রাখার গুরুত্ব, পুলিশ ও সাধারণ মানুষের সমন্বয় বাড়ানোর বিষয়েও সচেতন করেন। ভিডিয়ো কনফারেন্সে হাজির থাকা শিলিগুড়ি কমিশনারেটের এক কর্তা বলেন, ‘‘শহরের বড় এবং গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত নজরদারি করা, কে আসছে-যাচ্ছে-থাকছে, তা নজরে রাখতে বলেছেন। উদাহরণ হিসেবে দিঘার জগন্নাথ ধামের কথা টেনেছেন।’’
হুগলি গ্রামীণের পুলিশ সুপার কামনাশিস সেনের প্রশংসা করেন রাজীব। কামনাশিসের প্রতিক্রিয়া, ‘‘কর্তব্য যথাযথ ভাবে পালনের চেষ্টা করছি।’’ সূত্রের খবর, বৈঠকে আক্ষেপের সুরে ডিজি বলেন, ‘‘অনেক সময় কঠোর পরিশ্রম করেন তৃণমূল স্তরের পুলিশকর্মীরা। কিন্তু কৃতিত্ব পান ঊর্ধ্বতনেরা।’’ আইসি, ওসি-দের বলেন, ‘‘কনস্টেবল এবং সিভিকদের অনেক রকমের সমস্যা থাকে। আপনারা তা লক্ষ রাখবেন। সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’’