খালপাড়ের বস্তির বাড়ি থেকে মাদক পাচার ও বিক্রির দায়ে আগেই বাড়ির মালকিনকে গ্রেফতার করেছিলেন রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দারা। তাকে জেরা করে গ্রেফতার করা হল গৃহকর্তাকেও। ধৃতের নাম আজান পেয়াদা। বৃহস্পতিবার রাতে তাকে উল্টোডাঙা থানা এলাকার ক্যানাল ওয়েস্ট রোড থেকে ধরা হয়। তবে, আজানের কাছ থেকে মাদক উদ্ধার হয়নি। ধৃতকে শুক্রবার বারাসত আদালতে পেশ করা হলে পুলিশি হেফাজতে পাঠান বিচারক। উল্লেখ্য, বুধবার বিকেলে ক্যানাল ওয়েস্ট রোডের বস্তির মধ্যে থাকা ওই বাড়িটিতে তল্লাশি চালিয়ে প্রায় এক কেজি তিনশো গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে এসটিএফ। গ্রেফতার করা হয় মালকিন আসমা খাতুন পেয়াদাকে।
গোয়েন্দারা জানিয়েছেন, আজান ও আসমা ওই বস্তিতে সাত বছর ধরে মাদকের ব্যবসা চালাচ্ছিল। পলাশি থেকে মাদক এনে তা ছাত্রছাত্রীদেরও বিক্রি করত। এক গোয়েন্দা-কর্তা জানান, দীর্ঘদিন নজরদারি চালিয়ে নিশ্চিত হয়ে সেখানে হানা দেওয়া হয়।