• বড়দিনের মত ১ জানুয়ারিতেও উধাও শীত
    বর্তমান | ০১ জানুয়ারি ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘূর্ণাবর্তের জেরে বিগত রেকর্ড উষ্ণতায় বড়দিন উদযাপন করেছিল শহরবাসী। তারপর কিছুদিন ধরে পারদের পতন ভেবে নতুন বছরটা শীতের আমেজ নিয়ে কাটানোর আশায় বুক বেঁধেছিলেন সবাই। কিন্তু সেই আশায় কার্যত জল ঢেলে দিয়েছে পশ্চিমি ঝঞ্ঝা। বড়দিনের মতই বছরের প্রথম দিনেই একধাক্কায় ৩ ডিগ্রি বেড়ে গেল তাপমাত্রা। যার জেরে ২০২৩-এর প্রথম দিনও উষ্ণ। আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস।  যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি বেশি। গতকাল, সর্বাধিক তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। দুপুরের দিকে শীতের পোশাকের সঙ্গ ছেড়ে কার্যত গলদঘর্ম হয়েছেন মানুষ। সকালের দিকে দেখা মিলছে কুয়াশার। আকাশ মেঘমুক্ত থাকলেও আদ্রতা থাকার কারণে ঘাম হচ্ছে। আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে উত্তুরে হাওয়া দুর্বল থাকার কারণে জানুয়ারির শুরুর দিকেও তাপমাত্রা বাড়তে পারে। আগামী কয়েকদিনে পারদ আরও ২-৩ ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 
  • Link to this news (বর্তমান)