• বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ মন্দার গ্রাসে: আইএমএফ
    বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৩
  • ওয়াশিংটন (পিটিআই): নতুন বছরের শুরুতেই মন্দার আশঙ্কার কথা শোনাল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ)। সংস্থার প্রধান ক্রিস্টালিনা জর্জিভা জানিয়েছেন, চলতি বছরে বিশ্বের অর্থনীতির এক তৃতীয়াংশ মন্দার কবলে পড়বে। রবিবার সিবিএস নিউজ-এর ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের ধারণা, বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ এবার মন্দার শিকার হবে।’ ক্রিস্টালিনার আশঙ্কা, ২০২২-এর তুলনায় নতুন বছরে আর্থিক পরিস্থিতি আরও কঠিন হবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং চীনের অর্থনীতি মন্দার মধ্যে পড়বে। এমনকী, যে সব দেশের অর্থনীতিতে মন্দার প্রভাব পড়বে না, সেখানকার লক্ষ লক্ষ মানুষও মন্দার মত পরিস্থিতি অনুভব করবেন। গত অক্টোবরেই ২০২৩ সালের আর্থিক পরিস্থিতির পূর্বাভাস দিয়েছিল আইএমএফ। বলা হয়েছিল, বিশ্বের আর্থিক বৃদ্ধি ২০২১ সালে ৬ শতাংশ থেকে কমে ২০২২ সালে ৩.২ শতাংশ এবং ২০২৩ সালে ২.৭ শতাংশ হবে। ২০০১ সালের পর এটিই সবচেয়ে দুর্বল আর্থিক বৃদ্ধিরহার। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও চীনের কোভিড সমস্যার মধ্যেই এই আশঙ্কার কথা শোনালেন ক্রিস্টালিনা।
  • Link to this news (বর্তমান)