• Martina Navratilova:‌ গলা ও স্তন ক্যান্সারে আক্রান্ত মার্টিনা নাভ্রাতিলোভা 
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক:‌ জোড়া ক্যান্সারে আক্রান্ত টেনিস কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা।

    জানা গেছে গলা ও স্তন ক্যান্সারে আক্রান্ত তিনি। ক্যান্সার আক্রান্ত হওয়ার কথা নিজেই জানিয়েছেন নাভ্রাতিলোভা। পাশাপাশি তিনি আশাবাদী, চিকিৎসায় দ্রুত সেরে উঠবেন। 
    ১৮টি গ্রান্ড স্লাম সিঙ্গলস খেতাব তাঁর দখলে। ৬৬ বছরের মার্টিনা ২০১০ সালেও স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। সেবার ৬ মাসের মধ্যে সুস্থও হয়ে উঠেছিলেন। এবার জোড়া ক্যান্সারে আক্রান্ত মার্টিনা বলেছেন, ‘‌শরীরের দুই জায়গায় ক্যান্সার চিন্তার বিষয়। তবে সঠিক চিকিৎসা করলে সেরে যাবে। আপাতত কিছুদিন ভুগতে হবে। লড়াই চালিয়ে যাব। আশা করছি ফের সুস্থ হয়ে উঠব।’‌ গত বছর নভেম্বরে ডব্লুটিএ ফাইনাল চলাকালীনই গলায় ক্যান্সার ধরা পড়ে মার্টিনার। একই সময়ে স্তনেও ক্যান্সার ধরা পড়ে। টেনিস তারকার এজেন্ট জানিয়েছেন, আগামী মাস থেকেই নিউইয়র্কে নাভ্রাতিলোভার চিকিৎসা শুরু হবে। মার্টিনার এজেন্ট জানান, ‘‌হিউম্যান প্যাপিলোমাভাইরাস প্রজাতির ক্যান্সারে আক্রান্ত নাভ্রাতিলোভা। প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়েছে মার্টিনার। তাই চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব।’‌ 

     
  • Link to this news (আজকাল)