• বয়কট গ্যাং-কে থাপ্পড় কষালো ‘পাঠান’! এদিকে সিনেমাহলে নেচেকুঁদে অস্থির শাহরুখ-ভক্তরা
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৬ জানুয়ারি ২০২৩
  • দেশজুড়ে চলতে থাকা টালবাহানা, সমর্থন-বয়কট বিতর্কের মাঝেই মুক্তি পেল ‘পাঠান’। সিনেমার ‘বেশরম রং’- এই একটি গান নিয়ে গোটা দেশে কম তোলপাড় হয়নি। গেরুয়া বিকিনি দেখে রক্তচক্ষু দেখিয়েছেন দেশের হিন্দু সংগঠনগুলি। তবে বুধবার ওপেনিংয়ে নেমেই সমস্ত তর্ক-বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে ছক্কা হাঁকালেন শাহরুখ খান। বলিউড বয়কট গ্যাংয়ের গালে সপাটে চড় কষালেন বললেও অত্যুক্তি হয় না!

    দেশের ভিন্ন রাজ্যে ধরা পড়ল একই চিত্র। সাতসকালে প্রেক্ষাগৃহের বাইরে জড়ো হলেন শয়ে শয়ে কিং খান ভক্তরা। কারো হাতে দুধ, কারো হাতে মালা। আবার কারও হাতে শাহরুখের পোস্টার। সিনেমা দেখার জন্য লম্বা লাইন। একেবারে এলাহি কারবার যেন! বাদশার মতোই সিংহাসনে প্রত্যাবর্তন শাহরুখ খানের। প্রথমদিনেই ৫০ কোটির বেশি বক্সঅফিস কালেকশনের আশা করছেন সিনে-বাণিজ্য বিশ্লেষকরা।

    কোমল নাহাতা বললেন, “বয়কট বলিউড গ্যাংয়ের গালে সপাটে চড় কষালেন কিং খান। ওঁরা ভেবেছিল, বলিউড হয়তো আর ঘুরে দাঁড়াতে পারবে না।” এদিকে পাঠান-এর ফার্স্ট ডে ফার্স্ট শো নিয়ে তুলকালাম কাণ্ড! প্রেক্ষাগৃহের ভিতরে ভক্তদের বাঁধভাঙা উচ্ছ্বাস। শাহরুখ-কে দেখে নেচেকুঁদে অস্থির ভক্তরা। ‘ঝুমে জো পাঠান’ গানে নাচল গোটা হল। পয়লা দিনেই সিনেমা সুপারহিট!

    প্রসঙ্গত, প্রথম দিনেই ‘পাঠান’ দেখে ফেলেছেন বলিউডের একাংশ। অনুরাগ কাশ্যপ বললেন, “ভয়ঙ্কর সিনেমা।” রবিনা টন্ডনের কথায়, “ছিটকে গেলাম দেখে।” তবে পয়লা দিনে বাজিমাত করলেও ‘পাঠান’ নিয়ে এখনও আগুন জ্বলছে কিছু রাজ্যে। বিহারের এক সিনেমাহলে ছেঁড়া হয়েছে শাহরুখের পোস্টার। ভোপালে সাতসকালে বন্ধ করে দেওয়া হয়েছে শো। কর্ণাটকের এক প্রেক্ষাগৃহে পাথরবৃষ্টি করেছে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। মধ্যপ্রদেশেও বিক্ষোভ দেখা দিয়েছে ‘পাঠান’ নিয়ে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)