• বিহারের বাসিন্দার ব্যাগে মিলল ৪ কার্তুজ, বিমানবন্দরে চাঞ্চল্য
    বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কার্তুজ উদ্ধার হল কলকাতা বিমানবন্দরে। মহম্মদ গালিব নামে এক যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে পাওয়া গিয়েছে চারটি কার্তুজ। বিহারের বাসিন্দা ওই ব্যক্তি মায়ের সঙ্গে এসেছিলেন কলকাতায়। কিন্তু বিমানবন্দরে কর্তব্যরত সিআইএসএফের নজরদারিতে ধরা পড়ে যান গালিব। তাঁকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে।

    কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বিহারের বুন্দেলখণ্ড থানা এলাকার বাসিন্দা মহম্মদ গালিব। বিহার থেকে তিনি ট্রেনে চেপে কলকাতায় আসেন। সঙ্গে ছিলেন তাঁর মা। এরপর কলকাতা বিমানবন্দর থেকে তাঁদের যাওয়ার কথা ছিল বেঙ্গালুরু। শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে একটি বেসরকারি সংস্থার বিমানে বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু বিমানবন্দরে পৌঁছনোর পর হ্যান্ডব্যাগ পরীক্ষার সময়েই কর্তব্যরত সিআইএসএফ কর্মীদের হাতে ধরা পড়ে যান গালিব। তাঁর ব্যাগ সক্রিয় কার্তুজ পাওয়া যায়। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির জন্য নিয়ে যান নিরাপত্তা কর্মীরা। গালিবের মায়ের ব্যাগও পরীক্ষা করা হয়। তবে সেখানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ওই চারটি কার্তুজের সংক্রান্ত কোনও সঠিক কাগজপত্র দেখাতে পারেননি গালিব। পরে গালিবকে এনএসসিবিআই থানার হাতে তুলে দেওয়া হয়। এরপর পুলিসের পক্ষ থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় গালিবকে। পুলিস সূত্রে জানা গিয়েছে, গালিব নিজেকে ইলেকট্রিক মিস্ত্রি বলে দাবি করেছে। সে আরবে বেশ কয়েক বছর এই পেশায় কর্মরত ছিল। তারপর বিহারে ফিরে এসেও ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতে থাকে। কিন্তু কার্তুজ সঙ্গে করে বেঙ্গালুরু নিয়ে যাওয়ার কারণ এখনও জানতে করতে পারেনি পুলিস। এনএসসিবিআই থানা থেকে বিহারে মহম্মদ গালিবের বাড়ির থানা এলাকার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। গালিবের নামে এর আগে কোথাও কোনও অভিযোগ ছিল কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিস।
  • Link to this news (বর্তমান)