• Jasprit Bumrah: বুমরাকে ওয়ার্কলোড সামলানোর বিশেষ উপদেশ অজি কিংবদন্তির
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: গতবছর সেপ্টেম্বর থেকে ভারতীয় দলের বাইরে যশপ্রীত বুমরা।

    ‌ টি-২০ বিশ্বকাপের ঠিক আগে পিঠের চোটের জন্য দল থেকে ছিটকে যান। শ্রীলঙ্কা বা নিউজিল্যান্ড সিরিজে ভারতীয় পেসারের প্রত্যাবর্তনের কথা ছিল। কিন্তু এখনও ম্যাচ ফিট হয়ে উঠতে পারেননি বুমরা। অস্ট্রেলিয়ান কিংবদন্তি জেফ থম্পসন মনে করেন, ক্রিকেট জীবন দীর্ঘস্থায়ী করতে শীঘ্রই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে বুমরাকে। নিজের ওয়ার্কলোড সামলাতে লাল এবং সাদা বলের মধ্যে বেছে নিতে হবে তাঁকে। থম্পসন বলেন, 'আজকাল সারা বছর ধরে ক্রিকেট চলে। আমাদের সময় সেটা ছিল না। আমাদের সময় নির্দিষ্ট মরশুমে খেলা হত। তাই আমরা বিশ্রাম পেতাম। এখন সেটা হয় না। তাই নিজেকে সেভাবে তৈরি করতে হয়। তাই আজকাল ব্যাক আপ বোলার রাখা হয় এবং সবাইকে বিশ্রাম দেওয়া হয়। আমাদের সময় বিশ্রামের কোনও প্রশ্নই ছিল না। কারণ সেটা হলেই অন্য কেউ আমাদের জায়গা নিয়ে নিত। কিন্তু এখন ১২ মাস ক্রিকেট চলে, তাই বিশ্রাম প্রয়োজন হয়।'

    নিজের অভিজ্ঞতা থেকে একজন জোরে বোলার হিসেবে বুমরার উদ্দেশে মূল্যবান উপদেশ দেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। থম্পসন বলেন, 'বুমরাকে ঠিক করতে হবে ও কী খেলতে চায়। শর্ট ফরম্যাট না টেস্ট ম্যাচ? আমি যদি এখন খেলতাম, তাহলে হয়তো টেস্ট খেলতে পারতাম না। বিশেষ করে সংক্ষিপ্ত ফরম্যাট থেকে যখন এত অর্থ উপার্জন হয়। আমাদের সময় টাকার কোনও বিষয় ছিল না। এখন এটা একটা ব্যবসা। নিজেকেই নিজের খেয়াল রাখতে হবে। তাই নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে হবে।' 
  • Link to this news (আজকাল)