• Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেসে নিম্নমানের খাবার! ভাইরাল টুইটের জবাব দিল ভারতীয় রেল
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: বিতর্ক যেন কোনওভাবেই পিছু ছাড়ছে না বন্দে ভারত এক্সপ্রেসের।

    এবার খাবারের মান নিয়ে প্রশ্ন তুললেন এক ক্ষুব্ধ যাত্রী। ট্রেনটি বিশাখাপত্তনম থেকে হায়দরাবাদের দিকে যাচ্ছিল। ওই ট্রেনের এক যাত্রী খাবারের থালা সহ ছবি পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে খাবার থেকে তেল গড়াচ্ছে। এতটাই অতিরিক্ত তেল সেই খাবার থেকে পড়েছে, যা মুখে তোলার অযোগ্য একেবারে। স্বাস্থ্যের পক্ষেও অত্যন্ত ক্ষতিকর। ছবিটি ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে ভারতীয় রেল। তৎক্ষণাৎ জবাবও দিয়েছে। 

    প্রতাপ কুমার নামে এক টুইটার ব্যবহারকারী ছবিটি পোস্ট করেন। তাতে বন্দে ভারত এক্সপ্রেসে নিম্নমানের খাবার ফুটে ওঠে। দাম দিয়ে টিকিট কেটে, এমন পরিষেবা দেখে বেজায় চটেছেন যাত্রীরা। সেই টুইটটি চোখে পড়ে ভারতীয় রেলের ক্যাটারিং এবং ট্যুরিজম করপোরেশনের। দ্রুত তারা লিখেছে, ‘‘ত্রুটি সংশোধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হয়েছে।’’ 

    উল্লেখ্য, এর আগে বন্দে ভারত এক্সপ্রেসের অন্দরমহলের ছবি ভাইরাল হতেই সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। ট্রেনের কামরায় আবর্জনার স্তূপের ছবি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। যা ঘিরে ক্ষোভ প্রকাশ করেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। এবার খাবার নিয়ে বিতর্ক শুরু হল। 
  • Link to this news (আজকাল)