• পাকিস্তানের বালুচিস্তানে বিস্ফোরণে আহত ৫
    বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৩
  • কোয়েট্টা, ৫ ফেব্রুয়ারি: পেশোয়ারের ভয়াবহ বিস্ফোরণের ঘা এখনও দগদগে রয়েছে। এর মাঝেই ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। এবার বালুচিস্তান প্রদেশ। আজ, রবিবার দুপুরে বালুচিস্তানের কোয়েট্টাতে পুলিসের সদর দপ্তরের কাছেই বিস্ফোরণ হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। সেই ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন ৫ জন। সংখ্যাটা বাড়তে পারে বলে জানাচ্ছে পাক প্রশাসন। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। বিস্ফোরণের দায় স্বীকার করেছে পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান। এই বিস্ফোরণে লক্ষ্য ছিল পুলিসের আধিকারিকেরা। তেমনটাই মনে করছে পাক প্রশাসন। বিস্ফোরণ স্থলের খুব কাছেই একটি স্টেডিয়ামে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। এই ঘটনার জেরে আপাতত বন্ধ রাখা হয়েছে টুর্নামেন্টটি।
  • Link to this news (বর্তমান)