• International Kolkata Book Fair: লোকসঙ্গীতের বই
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: নদীমাতৃক বাংলাকে নিয়ে লেখা হয়েছে বহু গান।

    বারবার মহাজনদের গানে উঠে এসেছে বাংলার নানা নদীর প্রসঙ্গ। গঙ্গা থেকে শুরু করে পদ্মা, যমুনা, ভাগীরথী কোথাও বিধৌত চঞ্চলময়ী, কোথাও জঙ্গলাকীর্ণ স্নিগ্ধময়, কোথাও নিরস প্রস্তরভূমির রুক্ষময়তা। যে পার্থক্যের কারণে নদীকেন্দ্রিক লোকসংগীত হয়ে উঠেছে বৈচিত্র্যময়। নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে লোকসঙ্গীতের বৃহত্তম শাখা ভাটিয়ালি ও সারিগান। আর এই নদীকেন্দ্রিক লোকসঙ্গীতকে বিষয় করে বইমেলায় প্রকাশ পেয়েছে 'বাংলা লোকসঙ্গীতে নদী' নামে একটি গানের বই। রচনা করেছেন প্রখ্যাত লোকসঙ্গীত গবেষক, গায়ক এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির পারফর্মিং আর্টস বিভাগের অধ্যাপক ডঃ তপন রায়। তপন বাবু জানান, 'প্রায় ৩৩টি নদীকেন্দ্রিক গানের স্বরলিপি রয়েছে এই বইতে। এই ধরনের গবেষণামূলক কাজ বহুদিন ধরে করে আসছি আমি। বর্তমান প্রজন্মের লোক সঙ্গীতের প্রতি উৎসাহ দেখে অনুপ্রেরণা পেয়েছি বইটি প্রকাশ করার। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বহু ছেলেমেয়ে লোকসঙ্গীতের শিক্ষা নিয়েছে তপনবাবুর থেকে। লেখকের আশা, গবেষণাধর্মী বই হওয়ার কারণে পাঠকদের মধ্যে জনপ্রিয় হতে পারে এটি। কলকাতা বইমেলায় ২৫২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। বইটির মুখবন্ধ লিখেছেন বিশিষ্ট লোকসংস্কৃতিবিদ অধ্যাপক বরণ কুমার চক্রবর্তী। প্রচ্ছদ এঁকেছেন পপিতা দত্ত । শুরুতে শুভেচ্ছা জানিয়ে বার্তা রয়েছে অধ্যাপক পবিত্র সরকার, নাট্যকার বিভাস চক্রবর্তী, সুরকার কল্যাণ সেন বরাট, চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ এবং সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের আচার্য সত্যম রায়চৌধুরীর।
  • Link to this news (আজকাল)