• রবীন্দ্র সদনের কাছে এক্সাইড মোড়ে টায়ারের শোরুমে আগুন, ঘটনাস্থলে দমকলের ছয়টি ইঞ্জিন ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২৩
    আনন্দবাজার | ০৬ ফেব্রুয়ারি ২০২৩
  • সোমবার সকালে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের কাছে এক্সাইড মোড়ের একটি টায়ারের শোরুমে আগুন লাগে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। দমকলের ছ’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

    প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে আগুন পুরোপুরি আয়ত্তে আনার পর পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে দমকল সূত্রে খবর। স্থানীয় সূত্রে খবর, ওই শোরুমে এক প্রৌঢ় আটকে রয়েছেন। তবে এ নিয়ে নিশ্চিত কোনও তথ্য সোমবার সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

    সোমবার সপ্তাহের শুরুতে এক্সাইড মোড়ের মতো ব্যস্ত একটি জায়গায় আগুন ধরে যাওয়ার ফলে যানজট তৈরি হয়। এতে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। বেশ কিছু ক্ষণ দক্ষিণ থেকে মধ্য কলকাতায় আসার বাস ওই রুটে নিয়ন্ত্রণ করা হয়। আগুন লাগার ফলে এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে।

    দমকলের প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর জেরে যে যানজট হয়, তা দুর্ভোগ বাড়িয়েছে বেশ কিছু ক্ষণ ধরে।

  • Link to this news (আনন্দবাজার)