• ঠিকানা বদল শিলিগুড়ি বাসস্ট্যান্ডের, যানজট কমাতে একাধিক উদ্যোগ পুরসভার
    এই সময় | ০৭ ফেব্রুয়ারি ২০২৩
  • West Bengal News : যানজট যন্ত্রণায় ভুগছে গোটা শিলিগুড়ি৷ নিত্যদিন রাস্তায় বের হলেই যানজটে আটকে গন্তব্যে পৌঁছতে বিলম্ব অনিবার্য৷ সমস্যায় পড়ছেন পর্যটকরাও৷ শহরের যানজট কমাতে এবার ঠিকানা বদলে যেতে চলেছে বাস স্ট্যান্ডগুলির৷ তৈরি করা হচ্ছে নতুন পার্কিং লট (New Parking Zone)৷ যেখানে গাড়ি, বাইক রেখে নিশ্চিন্তে শহরবাসী শপিং মল, দোকান, বাজার যেতে পারবেন৷ এতে যানজটও কমবে বলে আশা করছে পুরসভা ও পুলিশ প্রশাসন৷

    শিলিগুড়ির জংশন থেকে বাসস্ট্যাণ্ড সরানোর পরিকল্পনা বহুদিনের৷ কিন্তু নানা কারণে এতদিন তা সম্ভব হয়ে ওঠেনি৷ যদিও এবার সেই উদ্যোগকে শীঘ্রই বাস্তবায়িত করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ সম্প্রতি শিলিগুড়ি পুরসভা (Siliguri Municipal Corporation) পুলিশ, পরিবহণ দফতর ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে আলোচনায় বসেছিলেন মেয়র গৌতম দেব৷ জংশন থেকে যে সমস্ত বাস ছাড়ে সেগুলি তিনবাত্তির কাছে নতুন একটি বাসস্ট্যান্ড থেকে ছাড়বে৷ সেই বাসস্ট্যান্ড তৈরির কাজ খুব শীঘ্রই শুরু করা হবে বলে জানানো হয়েছে৷ ১০ নং জাতীয় সড়ক দার্জিলিং মোড় থেকে একদিক চলে যাচ্ছে বাগডোগরা, কলকাতা, বিহার, নেপাল। দ্বিতীয় দিকটি যাচ্ছে কার্শিয়ং, দার্জিলিং, মিরিকের দিকে। আরেকদিকে, সেবক, সিকিম হয়ে নাথুলা সীমান্ত, ডুয়ার্স হয়ে অসম, ভুটান পর্যন্ত। প্রতিদিন হাজার, হাজার গাড়ি চলে এই রাস্তা দিয়ে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় ট্র‍্যাফিক সিগনালে। পর্যটক থেকে ব্যবসায়ী তো বটেই, সাধারণ মানুষকেও আটকে পড়তে হয় ট্র‍্যাফিক জটে।

    থেকে বিহার, কলকাতা, রাঁচি সহ বিভিন্ন দূরপাল্লার বাসগুলি ছাড়ে৷ সেখানে তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে NBSTC-র এর বাসগুলি ছাড়ে৷ ফলে ব্যাপক যানজট হয় ওই এলাকায়৷ যে কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দূরপাল্লার বাসগুলি মাটিগাড়ার পরিবহণ নগর থেকে ছাড়বে৷ সেখানে বাসস্ট্যান্ড করার ব্যাপারে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের সঙ্গে আলোচনা বসতে চলেছে পুরনিগম৷ শহরের বাইরে দুটি বাসস্ট্যাণ্ড হয়ে গেলে মূল শহরে যানজট অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে৷ হিলকার্ট রোডের যানজট কমে গেলে সেক্ষেত্রে দার্জিলিং যেতেও অনেকটাই সময় কম লাগবে পর্যটকদের৷

    এছাড়াও পার্কিংয়ের সমস্যাতেও পুরো শহর ভুগছে৷ রাস্তায় যেখানে সেখানে পার্কিংয়ের জেরে হচ্ছে৷ মেয়র গৌতম দেব জানিয়েছেন, সেবক রোডের কাছে কিরণচন্দ্র ভবন, এসএফ রোডে সেল ট্যাক্সের একটি পরিত্যক্ত জায়গা ও তিনবাত্তি মোড়ের কাছে তিস্তা ব্যারেজের জায়গায় পার্কিং লট গড়ে তোলা হবে৷ এছাড়াও শহরে আরও বেশকিছু জায়গা খোঁজা চলছে৷ যেখানে লোকজন বাইক, গাড়ি পার্কিং করতে পারবেন৷
  • Link to this news (এই সময়)