• শিক্ষকের মারে জখম ভোটপট্টির দুই পড়ুয়া
    বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৩
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: শিক্ষকের মারধরে গুরুতর আহত হল প্রাইমারি স্কুলের দুই পড়ুয়া। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। মঙ্গলবার এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ময়নাগুড়িতে। ঘটনাটি ঘটে ময়নাগুড়ির ভোটপট্টিতে। শিক্ষকের এমন আচরণে ক্ষোভে ফেটে পড়েন আহত দুই ছাত্রের অভিভাবকরা। তাঁরা অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি তুলেছেন। ময়নাগুড়ি থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে অভিভাবকরা জানিয়েছেন। আহত দুই ছাত্র ভোটপট্টির একটি প্রাইমারি স্কুলের ছাত্র। তাদের মধ্যে একজন দ্বিতীয় শ্রেণির পড়ুয়া, অন্যজন তৃতীয় শ্রেণির ছাত্র। দুই ছাত্রই কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের জানায়, শিক্ষক তাদের মারধর করেছে। এতে তারা কানে চোট পেয়েছে। এর জেরে কান ফুলেও যায়। এরপর পরিবারের লোকজন জখম ছাত্রদের চিকিৎসার জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে দু’জনকেই ভর্তি নিয়ে চিকিৎসা শুরু করা হয়। জলপাইগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) শ্যামলচন্দ্র রায় বলেন, ঘটনাটি জানতে পেরেছি। বিভাগীয় তদন্ত করা হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটপট্টির ওই প্রাইমারি স্কুলের কয়েজন ছাত্রছাত্রী এদিন গোলমাল করছিল। শিক্ষক নিষেধ করার পরও তারা কথা শুনছিল না। অভিযোগ, সেই সময়ে এক শিক্ষক রেগে যান। দুই ছাত্রকে মারধর করেন, কান ধরে টানেন। এতেই তারা জখম হয়। এক ছাত্রের কাকা উত্তম বসাক বলেন, ভাইপোকে যেভাবে মারধর করা হয়েছে তা কাম্য ছিল না। ভাইপো হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা থানায় ওই শিক্ষকের নামে লিখিত অভিযোগ দায়ের করব। আরএক ছাত্রের মা জ্যোৎস্না রায় বলেন, অভিযুক্ত শিক্ষক মাঝেমধ্যেই ছাত্রদের প্রচণ্ড মারধর করে। ছেলে তাই প্রায়ই ভয়ে স্কুলে যেতে চায় না। আমরা ওই শিক্ষকের শাস্তি চাই। এদিন স্কুলে গিয়ে ওই শিক্ষককে পাওয়া যায়নি। অন্য শিক্ষকরাও বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি। ময়নাগুড়ি শহিদগড় হাইস্কুলের শিক্ষক দীপক চক্রবর্তী বলেন, যে ঘটনার কথা শুনেছি, তা কাম্য নয়। ছাত্রছাত্রীরা দুষ্টুমি করলে আমরা শাসন করি। এ ক্ষেত্রে ওই শিক্ষক ধৈর্য্যের পরিচয় দেননি। মারধর করা ঠিক হয়নি। 
  • Link to this news (বর্তমান)