• তৃণমূল ফুঁ দিলে বিজেপি উড়ে যাবে: অরূপ রায়
    বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৩
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: রাজ্য বিজেপি একটি উশৃঙ্খল দল। ওরাই এই ধরনের কটু ভাষা প্রয়োগ করে। আমরা এমন কথা কাউকে বলি না। সাধারণ মানুষ থেকে দলের কর্মী- সকলকে আমরা সম্মান জানানোর চেষ্টা করি। আসলে বিজেপির কোনও জনভিত্তি নেই। তৃণমূল ফুঁ দিলে বিজেপি উড়ে যাবে। মঙ্গলবার উলুবেড়িয়া ২ নং ব্লকের জোয়ারগোড়ি গ্রাম পঞ্চায়েতে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে এসে বিজেপি বিধায়কদের বির্তকিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে একথা বলেন রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায়। এদিন সকালে তিনি বিধায়ক ডাঃ নির্মল মাজি, পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াস সহ তৃণমূল কর্মীদের নিয়ে সেখানকার বিভিন্ন গ্রামে ঘোরেন। মন্ত্রীকে সামনে পেয়ে অনেক মানুষই আবাস যোজানার বাড়ি নিয়ে অভিযোগ করেন। মন্ত্রী তাঁদের নাম লিপিবদ্ধ করতে বলেন। এমনকী বাড়ি তৈরিতে স্থানীয় এক তৃণমূল নেতা টাকা নিচ্ছেন বলেও অভিযোগ করেন গ্রামের কয়েকজন বাসিন্দা। অরূপবাবু বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। এদিন গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি মন্ত্রী জোয়ারগড়ি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে গিয়ে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গেও কথা বলেন। পরে দুপুরে জগরামপুরে দলীয় কর্মীদের সঙ্গে মধাহ্নভোজন করেন। এরপর তিনি জোয়ারগোড়ি গ্রাম পঞ্চায়েতে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন। এদিন মন্ত্রী বলেন, সরকারি বিভিন্ন পরিষেবায় গ্রামের মানুষ খুশি। তবে বাড়ি নিয়ে কিছু সমস্যা আছে। আমরা প্রশাসনিক স্তরে বিষয়টি দেখছি। বাড়ি তৈরিতে টাকা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এই নিয়ে অভিযোগ শুনেছি। অভিযোগ প্রমাণিত হলে ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া তো হবেই, পাশাপাশি তাঁকে দল থেকে বহিষ্কারও করা হবে বলে জানিয়ে দেন তিনি। 

    নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)