• SSC Scam In West Bengal : পার্থর সঙ্গে যোগ ছিল না : গোপাল
    এই সময় | ০৮ ফেব্রুয়ারি ২০২৩
  • এই সময়: সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে গিয়ে নথিপত্র জমা দিলেন গোপাল দলপতি ওরফে আরমান গাঙ্গুলি। মঙ্গলবার ইডি আধিকারিকদের মুখোমুখি হওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, 'সম্পত্তির নথি চেয়েছিল ইডি, তা জমা দিয়েছি। আবার ডাকবে বলেছে।' তাঁকে 'ষড়যন্ত্রকারী' বলে দাবি করেছিলেন ধৃত কুন্তল ঘোষ। গোপাল এ দিন বলেন, 'আমি ষড়যন্ত্রকারী, সেটা কুন্তলই প্রমাণ করুক।' পার্থর যোগাযোগের বিষয়টিও অস্বীকার করেন গোপাল। দাবি খতিয়ে দেখছে ইডি। ইডি সম্প্রতি আদালতে দাবি করেছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সঙ্গে কুন্তলের (Kuntal Ghosh) সরাসরি যোগ ছিল।

    চাকরির বিনিময়ে যে টাকা তোলা হয়েছিল, তার ভাগ পেয়েছেন । কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কে টাকা পৌঁছে দিতে যেতেন? তা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসারেরা। ইডি সূত্রে খবর, গোপালের আত্মীয়-পরিজনের সম্পত্তির তালিকাও খতিয়ে দেখা হবে। সোমবারই গোপাল সংবাদমাধ্যমে দাবি করেন, এক 'কাকু'র কাছে কুন্তল টাকা পৌঁছে দিতেন। কে সেই কাকু, সে বিষয়ে জেলে গিয়ে জেরার প্রস্তুতি নিচ্ছে ইডি। কুন্তলের সঙ্গে গোপালের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি গোপালের নাম বদলের রহস্যের খোঁজখবর চলছে।
  • Link to this news (এই সময়)