• Virat-Babar: কোহলির আরও একটি রেকর্ড ছুঁয়ে ফেললেন বাবর
    আজকাল | ০২ অক্টোবর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলির আরও একটি রেকর্ড ছুঁয়ে ফেললেন বাবর আজম।

    টি-২০ ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে তিন হাজার রান সম্পূর্ণ করলেন পাকিস্তানের অধিনায়ক। শুক্রবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ষষ্ঠ টি-২০ ম্যাচে এই মাইলস্টোন ছুঁলেন বাবর। এই রেকর্ড গড়তে বাবর নেন ৮৬টি ম্যাচ এবং ৮১টি ইনিংস। ৫৯ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন। রিচার্ড গ্লিসনের বলে ছক্কা হাঁকিয়ে মাইলফলকে পৌঁছন। গতবছর আহমেদাবাদে এই ইংল্যান্ডের বিরুদ্ধেই দ্রুততম ব্যাটার হিসেবে তিন হাজার রানে পৌঁছন বিরাট কোহলি। গতকাল তাঁর এই রেকর্ডে ভাগ বসালেন বাবর। একটানা খারাপ ফর্ম চলছিল পাক নেতার। এশিয়া কাপের কোনও ম্যাচেই রান পাননি। কিন্তু একেবারে সঠিক সময় ছন্দে ফেরেন বাবর। তিন হাজার রানে পৌঁছতে পাকিস্তানের নেতার প্রয়োজন ছিল ৫২ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে ষষ্ঠ টি-২০ তে প্রথম থেকেই ছন্দে ছিলেন বাবর। অনায়াসেই লক্ষ্যে পৌঁছে যান। তবে বাবরের রেকর্ড দলের হার বাঁচাতে পারেনি। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৩৩ বল বাকি থাকতেই জয়সূচক রানে পৌঁছে যায় ইংল্যান্ড।
  • Link to this news (আজকাল)