• একবছর আটমাসের শিশুর নাম উঠল ইন্ডিয়া বুক অব রেকর্ডসে
    বর্তমান | ১৪ মার্চ ২০২৩
  • সংবাদদাতা, তেহট্ট: ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলল তেহট্টের এক  বছর আট মাসের শিশু দ্রিয়ান বিশ্বাস। সে চার মিনিটে ১৯টি ফল, দেহের ২৬টি অংশ, ৩০টি পশু, চারটে পাখি ২১টি শাকসব্জি, ডাক শুনে ১৯টি প্রাণীকে চিনতে পারে। এ মাসের ৬ তারিখে মেল করে ইন্ডিয়া বুক অব রেকর্ডস কর্তৃপক্ষ সেই খবর দ্রিয়ানের বাবা-মাকে জানায়। ছেলের কৃতিত্বে খুশি তাঁরা।

    দীপেন বিশ্বাস ও দোলন সাহা বিশ্বাসের এক মাত্র ছেলে দ্রিয়ান। তেহট্ট ব্লক অফিসপাড়ায় বাড়ি। দীপেন স্থানীয় একটি প্রাইভেট স্কুলের শিক্ষক। দোলন গৃহবধূ। যে বয়সে শিশুরা ঠিক ভাবে কথা বলতে পারে না। ঠিক ভাবে চলতে পারে না। সেই বয়সে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলে সকলকে চমকে দিল ছোট্ট দ্রিয়ান। দ্রিয়ানের মা দোলন বলেন, এই বয়স থেকেই দ্রিয়ান বিভিন্ন বিষয় নিয়ে কৌতূহলী। বিভিন্ন বিষয় জানার আগ্রহ এখন থেকেই। ছেলের আগ্রহ দেখে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের পেজ থেকে আবেদন করি। সেখানে কম করে পাঁচটি বিষয় নিয়ে পারফর্ম করে দেখাতে হয়। আমার ছেলে মোট ছ’টি বিষয়ে পারফর্ম করে। আমি জানুয়ারি মাসের ২৭ তারিখ এই আবেদন করি। তখন ওর বয়স ছিল দেড় বছর। তারপর এ মাসের ৬ তারিখ ইন্ডিয়া বুক অব রেকর্ডস আমাদের মেল করে জানায় যে, আমার ছেলের নাম ইন্ডিয়া বুক অব রেকর্ডসে উঠেছে। নাম যখন উঠল তখন ওর বয়স এক বছর আট মাস।  আমরা খুব খুশি। ভবিষ্যতে আরও বড় জায়গায় নাম তুলতে পারে সেই আশা  করছি। দীপেন বলেন, ছেলেকে ওর মা দেখাশোনা করে। তাই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম ওঠার সম্পূর্ণ কৃতিত্ব ছেলের সঙ্গে ওর মায়েরও। ওর মা আবেদন থেকে শুরু করে সমস্ত বিষয়টি দেখেছে। তবে বেশি খুশি হব ছেলে যদি মানুষের মতো মানুষ হয়।  ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলল তেহট্টের এক  বছর আট মাসের শিশু দ্রিয়ান বিশ্বাস।
  • Link to this news (বর্তমান)