• রাস্তা তৈরির নামে পুকুরের পাড় কাটার অভিযোগ, বিষ্ণুপুরে বিক্ষোভ
    বর্তমান | ০২ অক্টোবর ২০২২
  • সংবাদদাতা, বিষ্ণুপুর: রাস্তা তৈরির নামে পুকুর পাড় কাটার অভিযোগে শনিবার বিষ্ণুপুরে জেসিবি মেশিন আটকে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তার জেরে মড়ার পঞ্চায়েতের চৌকান গ্রামে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিস এসে ওই কাজ বন্ধ করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

    স্থানীয় বাসিন্দারা বলেন, গ্রামে একটি পুকুর রয়েছে। ওই পুকুরের জল গ্রামের অনেক বাসিন্দা ব্যবহার করেন। পুকুরের ধারে এক ব্যক্তির বেশকিছু জমি রয়েছে। তিনি নিজের প্রয়োজনে রাস্তা তৈরির নামে পুকুরের পাড় কাটছিলেন। তার প্রতিবাদ জানানো হয়। তাঁদের দাবি, ওই ব্যক্তি পঞ্চায়েতের এক সদস্যের সাহায্যে এই কাজ করছিলেন।

    মড়ার পঞ্চায়েতের সদস্য মিত্তন লোহার বলেন, সরকারি রেকর্ডে পুকুরের পাড়ে রাস্তা রয়েছে। সেটি ঝোপঝাড়ে ভর্তি হয়ে গিয়েছিল। সেজন্য পঞ্চায়েতের অনুমতি নিয়েই তা পরিষ্কারের কাজ করা হচ্ছিল। এছাড়াও জেসিবি মেশিন দিয়ে রাস্তা সমতল করার কাজ চলছিল। গ্রামবাসীরা তাতে আপত্তি জানান। যদিও রাস্তা তৈরির জন্য পঞ্চায়েতের কোনও অনুমতি নেওয়া হয়নি বলে মড়ার পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়েছে। 
  • Link to this news (বর্তমান)