• ফোন নম্বর পেয়ে মাঝরাতে হোয়াটসঅ্যাপে হেনস্থা! বাইকচালকের বিরুদ্ধে অভিযোগ মহিলার
    হিন্দুস্তান টাইমস | ১৬ মার্চ ২০২৩
  • প্রথম ফোন নম্বর হাতে এল। তারপর সেই নম্বর থেকে হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ। মাঝ রাতে এক মহিলাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে এভাবেই হেনস্থা করল এক বাইকচালক। সম্প্রতি এক অ্যাপ বাইকচালকের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠল। কী কী মেসেজ পাঠিয়েছিল বাইকচালকটি‌? সেই ছবিও প্রকাশ করেন ওই মহিলা। টুইটারে সেই ছবি দিয়ে একটি কড়া পোস্ট লিখতেই বাইকচালকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিল সংস্থা।

    সংবাদ মাধ্যমের প্রতিবেদন মাফিক, সম্প্রতি একটি অ্যাপ বাইক সংস্থার বাইকে চেপেছিলেন অভিযোগকারিণী মহিলা। চড়ার আগে মহিলা কোন জায়গায় রয়েছেন, তা জানতে চায় বাইকচালক। সেই মতো নিজের লোকেশন ওই বাইকচালককে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন তিনি। তাতেই বিপত্তি দেখা দেয়। রাতে বাড়ি ফেরার পর মহিলা দেখেন তাঁর হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ। ওই বাইকচালকের নম্বর থেকেই তা পাঠানো হয়েছে। বাইকচালক তাঁকে হোয়াটসঅ্যাপে লেখে, ‘কী করছ? শুয়ে পড়েছ? আমি তোমার ভাই-টাই হতে রাজি নই।’

    এর পরই মহিলা সেই মেসেজগুলির স্ক্রিনশট নিয়ে টুইটারে পোস্ট করেন। সেখানে অ্যাপ বাইক সংস্থার ওই চালকের বিরুদ্ধে সরব হন তিনি। টুইটারে তিনি লেখেন, ‘হোয়াটস্যাপে আমি ওই চালককে নিজের লোকেশন পাঠিয়েছিলাম। আর এই কিনা তার উত্তর! এর পরেই একটি অশালীন শব্দ প্রয়োগ করে তীব্র ক্ষোভ উগড়ে দেন ওই মহিলা। এমনকী মহিলাদের সুরক্ষা নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি।

    প্রকাশ্যে এমন টুইট হতেই ক্ষমা চায় এই বাইক সংস্থা। পাল্টা টুইট করে লেখে, ‘ওই বাইকচালকের এমন ব্যবহার জেনে আমরা আপনার কাছে ক্ষমাপ্রার্থী। বিষয়টি দ্রুত খতিয়ে দেখে তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে। দয়া করে আপনার মোবাইল নম্বর আর বাইকটির বুকিংয়ের তথ্য আমাদের পাঠান।’

    এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4au
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)