• অচল থাকবে ‘ই-অফিস সার্ভার’ আজ থেকে ৬ দিন বন্ধ নবান্নের যাবতীয় কর্মকাণ্ড
    বর্তমান | ০২ অক্টোবর ২০২২
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ রবিবার থেকে আগামী ৭ অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের যাবতীয় প্রশাসনিক কর্মকাণ্ড কার্যত বন্ধ থাকবে। কারণ, এই সময়ে সরকারি ‘ই-অফিস সার্ভার’ কোনও কাজ করবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার আসার পর থেকেই প্রশাসনিক সংস্কারের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সূত্রে খাতায়-কলমে সরকারি ফাইলের লাল ফিতের ফাঁসে আটক পর্বের ইতি হতে শুরু করে। রাজ্য সরকারি দপ্তরের সমস্ত প্রশাসনিক ফাইল কয়েক বছর আগে থেকেই ‘ই-ফাইল’ মারফত মন্ত্রী-আমলার চূড়ান্ত মঞ্জুরির জন্য তৈরি হয়। ‘ই-অফিস’ ব্যবস্থাপনার অধীনে গোটা বিষয়টি পরিচালিত হয়। কিন্তু পুজোর ছুটিতে ২ থেকে ৭ অক্টোবর পর্যন্ত এই ‘ই-অফিস’ বন্ধ থাকবে। সার্ভারের বিশেষ মেরামতির জন্য এই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। গত ২৯ সেপ্টেম্বর অর্থ দপ্তরের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি [৪১৪৮-এফ(ওয়াই)] জারি করা হয়েছে। এ প্রসঙ্গে অর্থ দপ্তরের এক শীর্ষ আমলা বলেন, পুজোর এই ছয়দিন অনলাইনে মাধ্য঩মে যে সমস্ত সরকারি পরিষেবা রয়েছে, তা ব্যাহত হবে। কারণ, ই-অফিস বন্ধ থাকলে কোনও সরকারি আদেশনামা অনলাইনে জারি করা যাবে না। পাশাপাশি অর্থ দপ্তর কোনও আর্থিক তহবিল অনুমোদন করতে পারবে না। উদাহরণ দিয়ে তিনি বলেন, ধরা যাক, কোনও ব্যক্তি স্বাস্থ্যসাথী কিংবা অন্যান্য সরকারি প্রকল্পের জন্য টাকা চেয়ে আবেদন করেছেন। গোটা ব্যবস্থাটাই বর্তমানে অনলাইনে হয়ে যাওয়ায়, তা অনুমোদনের জন্য পাঠানো যাবে না। স্বভাবতই সেই খাতে টাকাও ছাড়তে পারবে না নবান্ন। এক্ষেত্রে এই সময়ে আপদকালীন কোনও পরিস্থিতি তৈরি হলে, ফের পুরনো পদ্ধতিতে খাতায়-কলমে আদেশনামা জারি করতে হবে। ওই আমলা আরও বলেন, আগামী ১১ অক্টোবর পর্যন্ত সরকারি অফিস বন্ধ থাকবে, তাই সার্বিকভাবে হাতে কলমে সরকারি বিজ্ঞপ্তি জারি করার কাজ এই ১১ দিন বন্ধ থাকছে। 
  • Link to this news (বর্তমান)