• Deer: ‌‌বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছাড়া হল শতাধিক হরিণ
    আজকাল | ২১ মার্চ ২০২৩
  • অতীশ সেন, বানারহাট:‌ বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছাড়া হল ১০৪টি হরিণ।

    সোমবার ডুয়ার্সের বক্সার জঙ্গলে স্পটেড ডিয়ার প্রজাতির হরিণগুলিকে ছাড়া হয়। বক্সা টাইগার রিজার্ভের ডি.এফ.ডি পারভিন কাশোয়ান জানিয়েছেন ‘‌বীরভুমের বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে হরিণগুলো এনে বক্সার জঙ্গলে ছাড়া হয়েছে।’‌ জানা গেছে ভবিষ্যতে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে বাইরে থেকে রয়াল বেঙ্গল টাইগার এনে ছাড়ার পরিকল্পনা রয়েছে বন দপ্তরের। আর তাই জঙ্গলে বাঘেদের খাবারের সংস্থান করতেই হরিণ ছাড়ার পরিকল্পনা নিয়েছে বন দপ্তর। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে লাগানো ট্রাপ ক্যামেরায় অতীতে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবিও ধরা পড়েছিল। গত ১৭ই মার্চ বক্সাতে ছাড়া হয়েছিল ৮৬টি হরিণ, সোমবার ছাড়া হল আরও ১০৪টি হরিণ। এর আগেও কয়েক দফায় বাইরে থেকে প্রায় ৫০০টি হরিণ এনে ছেড়েছিল বন দপ্তর। 
  • Link to this news (আজকাল)