• ট্রাফিক সিগন্যালের সংযোগ বিচ্ছিন্ন রাজভবনের সামনে দিনভর দুর্ভোগ
    বর্তমান | ২১ মার্চ ২০২৩
  • সায়ন চক্রবর্তী, কলকাতা: রবিবার অল্পের জন্য এড়ানো গিয়েছিল দুর্ঘটনা। রাজভবনের সামনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার ঘটনায় সোমবার আরেক ভোগান্তির সম্মুখীন হলেন সাধারণ মানুষ। হেমন্ত বসু সরণি (রাজভবনের নর্থ গেটের সামনে রাস্তা) ও রানি রাসমণি অ্যাভিনিউয়ের সংযোগস্থলের ট্রাফিক সিগন্যালটি দিনভর অকেজো হয়ে রইল। কর্তব্যরত ট্রাফিক পুলিসের কথায়, বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার ঘটনায় রবিবারই ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তাতেই কেটে যায় ট্রাফিক সিগন্যালের সংযোগও। ফলে এদিন সকাল থেকেই ওই ক্রসিংয়ে ‘ম্যানুয়াল সিগন্যাল’ অপারেট করে পুলিস। স্বাভাবিকভাবেই দিনের বেশিরভাগ সময় ওই এলাকায় যানজট তৈরি হয়। ভোগান্তি হয় নিত্যযাত্রীদের। 

    উল্লেখ্য, রবিবার রাজভবনের নর্থ গেটের পাশের ফুটপাতে বিদ্যুতের একটি তার থেকে ফুলকি বের হতে দেখা যায়। ঘটনায় কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হতে হতে বেঁচে যান। পুলিস গোটা বিষয়টি জানানোর পরই ওইদিন রাতেই ঘটনাস্থলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সোমবার দুপুর থেকে ট্রাফিক সিগন্যালে মেরামতির কাজ শুরু হয়। ততক্ষণ ‘ম্যানুয়াল’ পদ্ধতিতে চলে যান নিয়ন্ত্রণ। কাজের মধ্যেই ব্যাপক যানজট তৈরি হয় রেড রোড কানেক্টরে।
  • Link to this news (বর্তমান)