• দ্রাবিড়ের চুক্তি কি বাড়ানো উচিত? স্পষ্ট কথা বললেন শাস্ত্রী
    হিন্দুস্তান টাইমস | ২২ মার্চ ২০২৩
  • শুভব্রত মুখার্জি: নভেম্বরেই ভারতে বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের আসর।দেশের মাটিতে শেষবার ২০১১ সালে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ফাইনালে ভারত হারিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা দলকে। এর ঠিক ১২ বছর বাদে ভারতের সামনে ফের সুযোগ এসেছে দেশের মাটিতে আইসিসি ট্রফি জয়ের। ভারতীয় দলের বর্তমান হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি রয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্সের উপর নির্ভর করবে দ্রাবিড়ের সঙ্গে বোর্ড এই চুক্তি নবীকরণ করবেন কিনা। এমন পরিস্থিতিতে প্রাক্তন ভারতীয় হেড কোচ রবি শাস্ত্রী চান হেড কোচ হিসেবে আরও সময় দেওয়া হোক রাহুল দ্রাবিড়কে।

    স্পোর্টস তককে দেওয়া এক সাক্ষাৎকারে কোচ রাহুলেই আস্থা রেখেছেন শাস্ত্রী। তিনি বলেছেন, ‘(কোচিংয়ে) সময় লাগে। আমার ক্ষেত্রেও সময় লেগেছিল। ওঁর (দ্রাবিড়ের) ক্ষেত্রেও সেই সময়টা লাগবে। তবে রাহুলের একটা অ্যাডভান্টেজ রয়েছে। তা হল দীর্ঘদিন রাহুল ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে যুক্ত ছিলেন। ভারতীয় ‘এ’ দলের সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিল রাহুল। এখনও সিনিয়র দলের সঙ্গে যুক্ত রয়েছে ও। রাহুল বর্তমান দিনের প্রতিটি ক্রিকেটারকে ভালোভাবে চেনে। এটাও ওঁর পক্ষে বড় সুবিধাজনক। সিস্টেমটাও রাহুলের পরিচিত। ফলে আমি মনে করি ওঁকে সময় দেওয়া উচিত।’

    শাস্ত্রী আরও যোগ করে বলেন, ‘আমাদের দেশে জনগনের স্মরণশক্তি খুব কম। ওরা সবসময়েই চায় যে প্রতি ম্যাচেই আপনি জিতুন। আমার সময়ে (কোচ থাকাকালীন) আমরা দুটো এশিয়া কাপের ম্যাচ জিতেছি। তবে সেটা কেউ মনে রাখেনি। কেউ কি কখনও এশিয়া কাপ জয়ের কথা বলেছে? আমরা তো দুবার জিতেছি তাই না। তবে আমরা এই এশিয়া কাপে হারলেই কিন্তু এই টুর্নামেন্টটা নিয়ে সকলেই কথা বলে। সকলেই তখন এটাই মনে রাখে। এই মুহূর্তে অনেক বেশি ক্রিকেট খেলা হচ্ছে। আমরা সকলেই দেখেছি ভারতের একটা দল যখন একদিকে টেস্ট খেলছে তখন অপর দলটিই টি-২০ খেলছে। আমি যখন কোচ ছিলাম তখন আমরা এক জায়গায় টেস্ট খেলছিলাম আর ভারতের অপর দল শ্রীলঙ্কায় খেলছিল। কোন বছরে ক্রিকেটের কোন ফর্ম্যাটটা গুরুত্বপূর্ণ সেটা মাথায় রাখতে হবে। সেই মত ক্রিকেটারদেরও তৈরি রাখতে হবে।’

    এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4au
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)