• Anti-Modi Posters:‌ মোদিবিরোধী পোস্টার বাজেয়াপ্ত করল পুলিশ, ধৃত প্রিন্টিং প্রেসের মালিক
    আজকাল | ২২ মার্চ ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক:‌ মোদিবিরোধী পোস্টার।

    রাজধানীর একাধিক এলাকা ছয়লাপ মোদিবিরোধী পোস্টারে। ঘটনায় প্রায় ৩৬ টি মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে দু’‌জন প্রিন্টিং প্রেসের মালিক। প্রায় দু’‌হাজার পোস্টার বাজেয়াপ্ত করা হয়েছে।
    দিল্লি পুলিশ জানিয়েছে, রাজধানীর একাধিক এলাকার দেওয়ালে, ল্যাম্প পোস্টে বেশ কিছু পোস্টার লাগানো হয়েছিল। মোদিবিরোধী পোস্টারে লেখা ছিল, ‘মোদি হটাও, দেশ বাঁচাও’। ঘটনায় ৩৬ টি মামলা দায়ের করা হয়। তদন্তে নেমে অন্তত ১৩৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। পুলিশের দাবি, আম আদমি পার্টির অফিসে যাওয়ার পথে মধ্য দিল্লির আইপি এস্টেট এলাকায় একটি ভ্যানকে আটকানো হয় মঙ্গলবার। সেই ভ্যান থেকে থেকে অন্তত ২ হাজার পোস্টার উদ্ধার করা হয়। ভ্যান চালকের দাবি, তাঁকে আপ অফিসে পোস্টারগুলি পৌঁছে দিতে বলা হয়েছিল। চালক জানিয়েছে, সোমবারই একাধিক পোস্টার আপ অফিসে পৌঁছে দিয়েছিল সে। এই ঘটনায় আম আদমি পার্টির তরফে বলা হয়েছে, ‘‌পোস্টারে এমন কোনও আপত্তিজনক কথা নেই। যে এতগুলি মামলা করতে হবে। একটা পোস্টারে এত ভয়।’‌ 
    ধৃত প্রিন্টিং প্রেসের মালিক জানিয়েছেন, তাঁর কাছে ৫০ হাজার পোস্টার তৈরির অর্ডার এসেছিল।
  • Link to this news (আজকাল)