• বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল শান-এ-পাঞ্জাব এক্সপ্রেস বিচ্ছিন্ন ২টি কামরা, ফেলে রেখেই চলে গেল ট্রেন
    বর্তমান | ২৩ মার্চ ২০২৩
  • অমৃতসর: চলতে চলতে আচমকাই মূল ট্রেন থেকে পৃথক হয়ে গেল ২টি কামরা! সেই দু’টিকে ফেলেই চলতে শুরু করল ট্রেন। ঘটনাটি ঘটেছে, পাণিপথ ও সামালকা স্টেশনের মধ্যবর্তী অঞ্চলে। জানা গিয়েছে, আজ, বুধবার নির্ধারিত সময়েই অমৃতসর থেকে দিল্লির উদ্দেশে রওনা হয় শান-এ-পাঞ্জাব এক্সপ্রেস। কিন্তু পাণিপথের সামালকা স্টেশন সংলগ্ন মুনাবা এলাকায় আচমকাই ট্রেনটির দু’টি কামরা আলাদা হয়ে যায়। যদিও ট্রেনের গতি সেই সময় কম থাকায় বড়সড় কোনও বিপর্যয় ঘটেনি। সকল যাত্রীরাই নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। তবে ট্রেনের গতি বেশি থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলেই মনে করছেন অনেকে। ভাগ্যক্রমে কোনও কামরাই আজ লাইনচ্যূত হয়নি। যাত্রীরা জানিয়েছেন, সকাল সাড়ে সাতটা নাগাদ আচমকাই জোর ঝটকা লেগে থেমে যায় ট্রেনটি। বহুক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকার পর তাঁরা সবাই নেমে দেখেন এই কাণ্ড। মূল ট্রেন থেকে আলাদা হয়ে গিয়েছে তাঁদের কামরা। আতঙ্কিত হয়ে পড়েন সকলেই। কিছুক্ষণ পর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকরা। যাত্রীদের নিকটবর্তী স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়। অধিকাংশ যাত্রীই বিকল্প উপায়ে নিজেদের গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন বলে খবর। তবে কী কারণে এত বড় ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে রেল। ঘটনার জেরে ওই রুটে বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে। কিন্তু পরে বেলার দিকে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায়।
  • Link to this news (বর্তমান)