• ক্রমাগত চোট আঘাত, পেশাদার ফুটবলকে বিদায় জানালেন ওজিল
    প্রতিদিন | ২৩ মার্চ ২০২৩
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেললেন মেসুট ওজিল (Mesut Ozil)। ৩৪ বছর বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানালেন তিনি। আর্সেনালের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরে তুরস্কের ক্লাব ফেনেরবাচের হয়ে খেলছিলেন ওজিল। সেই ওজিলই ঘোষণা করে দিলেন, ক্লাব ফুটবলও আর খেলবেন না তিনি। বছর পাঁচেক আগেই তিনি ঘোষণা করেছিলেন জাতীয় দলের হয়ে আর খেলবেন না। এবার ক্লাব ফুটবল থেকেও সরে গেলেন তিনি।

    বুন্দেশলিগার ক্লাব শালকের (Shalke) হয়ে শুরু করেন তিনি। পরে ওয়েডার ব্রেমেনের হয়ে খেলেন। রিয়াল মাদ্রিদের (Real Madrid) জার্সিতে সুপারস্টারের মর্যাদা পান ওজিল। টুইটারে তিনি লেখেন, ?অনেক চিন্তাভাবনার পরে পেশাদার ফুটবল থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করলাম।? 

    ঘনঘন চোটের জন্যই ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন তিনি। মেসুট ওজিল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ?১৭ বছর ধরে পেশাদার ফুটবল খেলে যাওয়ার জন্য নিজেকে ধন্য বলে মনে করছি। সম্প্রতি চোট পাচ্ছিলাম। আর অত্যধিক চোটের জন্য মনে হল, এবার ফুটবলের বড় মঞ্চ ত্যাগ করার সময় এসেছে।? 
  • Link to this news (প্রতিদিন)