• তিন প্রাণ বাঁচিয়ে সেলিব্রেটি তুষ্টই
    এই সময় | ০২ অক্টোবর ২০২২
  • এই সময়, রামপুরহাট: তিনি কোনও নেতা, মন্ত্রী কিংবা সেলিব্রিটি নন। বীরভূমের রামপুরহাট দশেরপল্লি পুজো উদ্যোক্তাদের চোখে আসল 'হিরো' মৎস্যজীবী তুষ্টু লোহার। নিজের জীবনকে বাজি রেখে নদীর জলে ডুবতে থাকা তিন-তিনটি প্রাণ বাঁচিয়ে বিভিন্ন পুজো উদ্যোক্তাদের কাছে তিনিই আসল তারকা। এলাকার পুজো উদ্বোধনেও ডাক এসেছে তাঁর।

    তুষ্টু লোহার। বাড়ি বীরভূমের নলহাটি থানার হরিদাসপুর গ্রামে। পেশায় মৎস্যজীবী। গত ১৮ সেপ্টেম্বর সকালে আর পাঁচটা দিনের মতো ব্রাহ্মণী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। বেশি জল না থাকায় মাঝ নদীতে এসে স্নান করতে নামেন এক গৃহবধূ। আচমকা জলস্তর বাড়তে থাকে। কোনও কিছু বুঝে ওঠার আগেই জলের তোড়ে ভেসে যান ওই বধূ। তাঁকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন গ্রামের দুই যুবক। কিন্তু জলের স্রোতে তাঁরাও ভেসে যান। স্থানীয় লোকজন চিৎকার শুরু করলে বাড়ি থেকে টিউব নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন তুষ্টু। প্রবল জলের তোড়েও নিজের জীবনকে বাজি রেখে একে একে তিনজনকে উদ্ধার করেন। এই খবর পান রামপুরহাট দশেরপল্লি পুজো কমিটির উদ্যোক্তারা। তাঁরা বাড়ি গিয়ে তুষ্টুকে পুজো উদ্বোধনের আমন্ত্রণ জানিয়ে আসেন।

    রাজস্থানের প্রাচীন জমিদার বাড়ির আদলে তৈরি মণ্ডপ পঞ্চমীর রাতে মৎসজীবী তুষ্টুর হাত দিয়েই ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করা হয়। কমিটির পক্ষ থেকে তুষ্টুকে সংবর্ধনাও জানানো হয়। তিনি বলেন, ''নদী থেকে ওদের বাঁচাতে পেরে আনন্দ হয়েছিল। তাঁর জন্য এতো সম্মান পাব বলে ভাবিনি। যতদিন বাঁচব মানুষের জন্য কাজ করব।''

    পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা কৌশিক সরকার বলেন, ''তুষ্টু লোহার জীবনের ঝুঁকি নিয়ে তিনি বাঁচিয়েছেন তিনটি প্রাণ। এ রকম একজন মানুষকে দিয়ে পুজো উদ্বোধন করাতে পেরে আমরা গর্বিত।''
  • Link to this news (এই সময়)