• গঙ্গার নীচে প্রথম মেট্রো, ৯ এপ্রিল মহড়া, চালু হবে কবে?
    হিন্দুস্তান টাইমস | ২৪ মার্চ ২০২৩
  • তৈরি হতে চলেছে নয়া ইতিহাস। সেই ইতিহাসের সাক্ষী থাকবে গঙ্গা। সেই ইতিহাসের সাক্ষী থাকবে গঙ্গাপাড়ের দুই বন্ধু শহর, কলকাতা আর হাওড়া। আগামী ৯ এপ্রিল গঙ্গার নীচে দিয়ে প্রথম মেট্রো রেল চলবে। আর কিছুদিনের অপেক্ষা। তারপরই আসবে সেই সন্ধিক্ষণ। গোটা দেশের কাছেও এবার নজির তৈরি করবে কলকাতা মেট্রো। সুরঙ্গ পথে যোগ হবে কলকাতা ও হাওড়া, দুই টুইন সিটি। এর আগে হাওড়া ব্রিজ যোগ করে দিয়েছিল গঙ্গার দুই পাড়কে। তবে এবার একেবারে মেট্রোতে চেপেই হাওড়া থেকে চলে আসা যাবে কলকাতায়। আর সেটাও একেবারে গঙ্গার তলা দিয়ে।

    তবে মেট্রো সূত্রে খবর, আগামী ৯ এপ্রিল প্রথমবার গঙ্গার তলা দিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রোর মহড়া হবে। এই মহড়া সফল হলে খুলে যাবে মেট্রোর নয়া দিশা। প্রমাণিত হয়ে যাবে গঙ্গার বাধাকে অতিক্রম করতে পারে মেট্রো। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটটি খুলে দেওয়ার সবরকম চেষ্টা করা হচ্ছে।

     এই মেট্রোপথের সুরঙ্গ তৈরির নানা মাপজোক রয়েছে। কারণ জলের ১৩ মিটার নীচে রয়েছে নদীর তট।তারও ১৩ মিটার গভীরে করা হয়েছে এই টানেল। নিঃসন্দেহে বিজ্ঞানের বিরাট অবদান। গোটা দেশে আর কোথাও এভাবে নদীর নীচে দিয়ে মেট্রো চালানোর নজির নেই। এবার সেটাও করে দেখাল সিটি অফ জয়।

    কিন্তু এবার প্রশ্ন কবে থেকে গঙ্গার নীচে দিয়ে যাত্রী নিয়ে ছুটতে পারবে এই মেট্রো? সূত্রের খবর, এজন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ এই মহড়া সফল হওয়ার পরে প্রায় ৬ মাস ধরে নানা পরীক্ষা করে দেখা হবে। তারপর যাত্রী নিয়ে মেট্রো চলাচলের গোটা বিষয়টি নির্ভর করছে কমিশনার অফ রেলওয়ে সেফটির উপর। তারা চূড়ান্ত অনুমোদন করলেই তারপর হাওড়া ও কলকাতার মধ্য়ে মেট্রোর যোগাযোগ শুরু হবে। 

    কিন্তু এই মহড়ার জন্য কম কাঠখড় পোড়াতে হচ্ছে না।

    কারণ বউ বাজারের মেট্রোর জট। প্রথমে একটি রেককে সল্টলেক ডিপো থেকে শিয়ালদহ পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এরপর শিয়ালদহ থেকে সেটিকে যান্ত্রিকভাবে টেনে এসপ্ল্যানেড পর্যন্ত নিয়ে যাওয়া হবে। কারণ বউ বাজারে জটের কারণে এখনও বিদ্যুতের লাইন যায়নি। এরপর সেটি মহাকরণ, হাওড়া স্টেশন পেরিয়ে যাবে গঙ্গার নীচে দিয়ে যাবে হাওড়া ময়দান পর্যন্ত। একেবারে সোনার যাত্রা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)