• দু'পক্ষের মনোমালিন্য, সমর্থকদের বিক্ষোভ, ঘটনাবহুল ইস্টবেঙ্গল-ইমামির ম্যারাথন বৈঠক
    হিন্দুস্তান টাইমস | ২৪ মার্চ ২০২৩
  • শুভব্রত মুখার্জি: পড়শি ক্লাব মোহনবাগান যখন সাফল্যের মুখ দেখেছে তখন ইস্টবেঙ্গলের হাল একেবারেই ভালো না। আইএসএল খেললেও পারফরম্যান্স একেবারেই ভালো হয়নি লাল হলুদের। ফলে ক্লাব কর্তাদের উপর বেড়েছে সমর্থকদের চাপ। এমন অবস্থায় ভালো দল গড়ে ভালো পারফরম্যান্স করতে মুখিয়ে ইস্টবেঙ্গল ক্লাব। সেই লক্ষ্যেই বাইপাসের ধারে ইনভেস্টরের অফিসে আলোচনায় বসেছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। রীতিমতো ঘটনবাহুল আলোচনার সাক্ষী থাকলেন সদস্য সমর্থকরা। দীর্ঘ আড়াই ঘন্টার বৈঠক হল দুই পক্ষের। বৈঠকে মনোমালিন্যও হয় দুই পক্ষের। পাশাপাশি ইনভেস্টরদের অফিসের সামনে ভালো দল গড়ার দাবি নিয়ে বিক্ষোভও দেখান একদল সমর্থক। সবমিলিয়ে বেশ একটা ঘটনাবহুল দিনের সাক্ষী থাকলেন সকলে।

    ক্লাবের দেওয়া লিস্ট দেখেই দলগঠনে হাত দেবে ইমামি। সুপার কাপে ভালো ফল করলেও সামনের মরশুমে দলের কোচ যে বদল হচ্ছে তা নিশ্চিত করে দিয়েছে ইনভেস্টর। স্টিফেন কনস্ট্যানটাইনের পরিবর্তে তাঁদের পছন্দের তালিকায় রয়েছে একাধিক ব্যক্তির নাম। তবে দৌড়ে এগিয়ে রয়েছেন ওড়িশা এফসির বিদেশি কোচ জোসেফ গাম্বাউ। এদিন প্রায় আড়াই ঘন্টা ধরে চলে ইনভেস্টর এবং ক্লাবের বৈঠক। যথেষ্ট উত্তপ্ত হয় বোর্ড মিটিং। কথা কাটাকাটি পর্যন্ত হয়। মনোমালিন্যে জড়িয়ে পড়েন দুই পক্ষের কর্তা ব্যক্তিরা। প্রায় দীর্ঘ ৬ মাসেরও পর ক্লাব-ইনভেস্টর আলোচনাতে বসে। যার দিকে নজর ছিল প্রত্যেক ইস্টবেঙ্গল সমর্থকের। নজর ছিল বিপক্ষ ক্লাবদেরও। এই আলোচনায় গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্তও নেওয়া হয়েছে। যেখানে ক্লাবের তরফে নীতা আম্বানির সংস্থাকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

    এফএসডিএলকে ক্লাব চিঠি দেবে যাতে করে প্লেয়ার্স ড্রাফট আয়োজন করা হয়। ফলে তাদের সামনে সুযোগ থাকবে খোলা বাজার থেকে নিজেদের পছন্দের ভালো ফুটবলারদের নেওয়ার। তবে এই প্রস্তাব আদৌ মানা হবে কিনা তা নিশ্চিত নয়। বৃহস্পতিবার বোর্ড মিটিং শুরুর আগে ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ আবার ইমামির অফিসের সামনে ভালো দল গড়ার দাবিতে বিক্ষোভও দেখান। প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। ভালো দল গঠন করা সম্ভব না হলে প্রয়োজনে আইএসএল না খেলার দাবিও জানান সমর্থকরা। মোহনবাগানের মতো ভালো দল গড়ার দাবি জানান তারা। বিক্ষোভকারীদের ভূমিকা দেখে সংশয় প্রকাশ করেন বিনিয়োগকারী সংস্থার কর্তারা। বৈঠকে মূলত সিনিয়র দলের ব্যর্থতা নিয়েই আলোচনা হয়।

    বৈঠকের পর ইনভেস্টর এবং ক্লাব কর্তারা পাশাপাশি দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করেন। দল গঠন এবার ক্লাবের তরফে করা হলেও খারাপ পারফরম্যান্সের দায় এসে পড়ে ইনভেস্টরদের ঘাড়ে সেই বিষয়টি নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ক্লাবের বিভিন্ন বিজ্ঞপ্তিও ভালোভাবে নেননি ইনভেস্টরের কর্মকর্তারা। টিম বাজেট নিয়ে প্রকাশ্যে মুখ খোলাটাও না পসন্দ ইনভেস্টরের।

    ইমামির অন্যতম ডিরেক্টর আদিত্য আগরওয়াল নিশ্চিত করে দেন স্টিফেন কনস্ট্যানটাইনকে ছেড়ে দেওয়ার বিষয়টি। তবে সুপার কাপ পর্যন্ত তিনিই কোচ থাকছেন দলের।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)