• Ukraine Crisis: ‌ইউক্রেনের চার অঞ্চল রাশিয়ার অন্তর্গত, ঘোষণা পুতিনের 
    আজকাল | ০২ অক্টোবর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক:‌ গণভোটের পর ইউক্রেনের চার অঞ্চল অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করে দিয়েছে রাশিয়া।

    ইউক্রেনের ডনেৎস্ক, লুহানস্ক (একত্রে দোনবাস), জাপরজাই ও খেরসন–এই চার অঞ্চলকে শুক্রবার আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ‘‌সাবেক সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন করা আমাদের লক্ষ্য নয়। কিন্তু মানুষের ইচ্ছা ছিল রাশিয়ার সঙ্গে যুক্ত হয়ে রুশ নাগরিক হিসাবে পরিচিত হওয়া। সেই জন্যই আমরা গণভোটের মাধ্যমে ডোনেৎস্ক, লুহানস্ক, খেরসন, জাপরজাই–এই চারটি অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্ত করলাম।’‌ 
    ক্রেমলিনের সেন্ট জর্জেস হলে আয়োজিত অনুষ্ঠানে রাশিয়ার শীর্ষস্তরের রাজনীতিবিদ এবং উচ্চপদস্থ সামরিক ও আধাসামরিক কর্তারা উপস্থিত ছিলেন। পশ্চিমী দেশগুলিকে লোভী হিসাবে বর্ণনা করে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘‌পশ্চিমী দেশগুলি রাশিয়াকে উপনিবেশ বানাতে চায়।’‌ 
    এদিকে রাশিয়ার এই ‘আগ্রাসন’ ও ‘প্রহসনের’ বিরুদ্ধে সরব হয়েছে আমেরিকা–সহ পশ্চিমের দেশগুলি। শুক্রবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পেশ করে আমেরিকা ও আলবানিয়া। ওই প্রস্তাবে ইউক্রেনের অধিকৃত অঞ্চলে ‘অবৈধ গণভোটের’ নিন্দা করা হয়েছে। এরপর প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ভোটপর্ব শুরু হয় রাষ্ট্রসংঘের ১৫ সদস্য দেশের (৫ স্থায়ী সদস্য) মধ্যে। ভোটদানে বিরত থাকে ভারত। ভোট দেয়নি চীন, গ্যাবন ও ব্রাজিলও। মোট দশটি দেশ রাশিয়া–বিরোধী প্রস্তাবে ভোট দিয়েছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বিশেষ ক্ষমতা বা ভেটো প্রয়োগ করেছে মস্কো। ফলে প্রস্তাবটি পাশ হয়নি।
  • Link to this news (আজকাল)